রাজ্যে কৃষিজাত পন্য যাতায়াতের ক্ষেত্রে সব বাধা উঠে যাচ্ছে। আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হচ্ছে সেই নিয়ম। বুধবার নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী এদিন জানান, এই মুহূর্তে রাজ্যে মোট ১০৯টি চেক পোস্ট রয়েছে। মাছ থেকে সবজি কিংবা অন্যান্য কৃষিজাত পণ্য যাতায়াতের ক্ষেত্রে এইসব চেক পোস্টে গাড়ি দাঁড় করাতে হয়। এর জন্য অনেকটা সময় নষ্ট হয়। এর ফলে কাঁচা মাল নষ্ট হওয়ারও অনেক অভিযোগ ওঠে। এবার সেই অভিযোগকে গুরুত্ব দিয়েই রাজ্যের সব চেক পোস্ট তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আগামী ১ এপ্রিল থেকে এই নিয়ম কার্যকর হবে।
মু্খ্যমন্ত্রী আরও জানিয়েছেন, রাজ্যের ২২টি মার্কেট রেগুলেটেড কমিটি এই সব চেক পোস্ট চালায়। এই চেক পোস্ট তুলে দেওয়ার ফলে রাজ্যের বছরে প্রায় ২০০ কোটি টাকার রাজস্ব ক্ষতি হবে। তবে এই সব চেক পোস্টের কর্মীরা কাজ হারাবানে না। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মোট ৬৫০ কর্মী রয়েছেন চেক পোস্টে। এই সব কর্মীদের বিভিন্ন কৃষক মান্ডিতে কাজে লাগানো হবে।
Be the first to comment