ফের মেট্রো বিভ্রাট। নিউ গড়িয়াগামী মেট্রোয় বিদ্যুৎ বিভ্রাট। শ্যামবাজার স্টেশন ছাড়ার পরে এসি রেকটি ১০ মিনিটের বেশি আটকে থাকে সুড়ঙ্গে৷ আতঙ্ক দেখা দেয় যাত্রীদের মধ্যে৷ পরে যাত্রীসহ মেট্রোটি স্টেশনে ফিরিয়ে আনা হয়৷ এবং যাত্রীদেরকে নিরাপদে বের করা হয়৷
অভিযোগ, বুধবার দুপুরে দমদম থেকে একটি এসি মেট্রো নিউ গড়িয়ার দিকে যাচ্ছিল৷ শ্যামবাজার স্টেশন ছাড়ার পরেই ঘটে বিপত্তি৷ যাত্রীসহ মেট্রোটি সুড়ঙ্গে আটকে পরে৷ এর ফলে ১৫ মিনিটের বেশি ডাউন লাইনে মেট্রো চলাচল বন্ধ থাকে৷
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে,হঠাৎ থার্ড লাইনে বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যায়৷ যার ফলে ওই মেট্রোটি সুড়ঙ্গে আটকে পরে৷ এরপরই তৎপরতার সঙ্গে মেট্রোটিকে শ্যামবাজার স্টেশন ফিরিয়ে আনা হয়৷ এবং যাত্রীদেরকে নিরাপদে প্লাটফর্মে নামিয়ে আনা হয়৷ তবে কি কারণে এই ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে৷
এক মাস আগে মেট্রোয় ধোঁয়া বেরোতে দেখে আগুন আতঙ্ক তৈরি হয়েছিল৷ সেদিন বেলঘরিয়ার দিকে যাচ্ছিল মেট্রো ট্রেনটি৷ তখন ধোঁয়া বেরোতে দেখা যায়। আগুন লাগার জেরে ১১ মিনিট বন্ধ ছিল মেট্রো চলাচল৷
সেদিন রাত ৮ টায় এই ধোঁয়া বেরোনোর ঘটনা ঘটে। প্রযুক্তিগত কারণেই এই ত্রুটি বলে জানা গিয়েছে। আতঙ্কে যাত্রীদের মধ্যে হুড়োহুড়িও পড়ে যায়। ঘটনার পরেই রবীন্দ্র সদন স্টেশনে থামিয়ে দেওয়া হয় মেট্রো। তৎক্ষণাৎ খালি করে দেওয়া হয় ট্রেনের ওই কামরা।
যাত্রীদের অবশ্য দীর্ঘদিনের অভিযোগ, বর্তমানে কলকাতা মেট্রোর অবস্থা খুব একটা আরামদায়ক নয় বরং অফিস টাইমে রীতিমতো কালঘাম ছোটার জোগাড় হয় সাধারণ অফিস যাত্রীদের। তারপরও ভাড়া বৃদ্ধি করা হলে সকলেই মনে করেছিলেন হয়তো নিরাপত্তার কিছুটা উন্নতি হবে। কিন্তু আদৌ কতটা উন্নতি হয়েছে পরিস্থিতির, সেই প্রশ্নই তুলে দিচ্ছে বার বার মেট্রো বিভ্রাটের ঘটনা৷
Be the first to comment