করোনায় আক্রান্ত জুভেন্তাস তারকা

Spread the love

আন্তর্জাতিক ক্ষেত্রে খেলাধুলোর জগতে ব্যাপক প্রভাব ফেলেছে করোনা ভাইরাস৷ করোনা আতঙ্কে বিশ্বব্যাপী বহু খেলার আসর পরিত্যক্ত হয়েছে অথবা পিছিয়ে দেওয়া হয়েছে৷ ফাঁকা গ্যালারিতে খেলা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো জনপ্রিয় টুর্নামেন্ট৷ তবে সরাসরি প্রথম সারির কোনও খেলোয়াড়ের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর এতদিন সামনে আসেনি৷

এবার সেই আশঙ্কাজনক ঘটনার সাক্ষী থাকল ক্রীড়াবিশ্ব৷ জুভেন্তাসের তারকা ফুটবলারের শরীরে মিলল করোনা ভাইরাস৷ জুভেন্তাস তথা ইতালির তারকা ডিফেন্ডার ড্যানিয়েল রুগানির করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর সামনে আসার পরেই নড়েচড়ে বসেছে ও-দেশের ফুটবলমহল৷

ইতালির ফুটবল সংস্থা আগেই সিরি-এ ছাড়াও দেশের মাটিতে বাকি সব ধরণের টুর্নামেন্টের উপর স্তগিতাদেশ জারি করেছে৷ শুধু ফুটবলই নয়, ইতালিতে আপাতত বন্ধ সব রকমের খেলাধুলোর আসর৷

রুগানির শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব প্রমাণিত হওয়ার পর নিয়ম মাফিক জুভেন্তাস কর্তৃপক্ষ তাঁর সংস্পর্শে আসা সকলের দিকেই কড়া নজর রাখতে শুরু করেছে৷

রুগানি অবশ্য সমর্থকদের আশ্বস্ত করেছেন তিনি ভালো আছেন বলে৷ বিজ্ঞপ্তি মারফৎ রুগানি জানান, ‘যাঁরা আমাকে নিয়ে উদ্বিগ্ন, তাঁদের আমি আশ্বস্ত করতে চাই যে আমি ভালো আছি৷’ পরে ইনস্টাগ্রামে রুগানি লেখেন, ‘এই পরিস্থিতিতে সমস্ত ডাক্তার ও নার্সদের বিশেষ ধন্যবাদ জানানো উচিত বলে মনে আমাদের৷ সকলকে নিয়ম মেনে চলার অনুরোধ করছি৷ কারণ এই ভাইরাসের কোনও প্রতিষেধক নেই এখনও পর্যন্ত৷ নিজেদের জন্যই আমাদের সচেতন হওয়া দরকার৷ আমাদের প্রিয়জন ও চারপাশে যাঁরা রয়েছেন, তাঁদের জন্য এটা করা দরকার৷’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*