এবার ওড়িশায় কোরোনা, মহারাষ্ট্রে বাড়ছে আক্রান্তের সংখ্যা

Spread the love

কোরোনার আতঙ্ক দিন দিন বাড়তে শুরু করেছে দেশে ৷ এখনও পর্যন্ত দেশে ১০০-এর বেশি জনের শরীরে এই ভাইরাসের হদিস মিলেছে ৷ নতুন করে মহারাষ্ট্রে অন্য এক ব্যক্তির শরীরে কোরোনার সংক্রমণ হয়েছে বলে জানিয়েছে সেই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রক ৷ সংক্রমণের খবর সামনে এসেছে ওড়িশা থেকেও ৷ ওড়িশায় প্রথম কোরোনা সংক্রমণে হদিস মিলেছে আজ ৷

মহারাষ্ট্রে যে ব্যক্তির শরীরে কোরোনার সংক্রমণের হদিস মিলেছে, জানা গেছে ওই ব্যক্তি পিপড়ির বাসিন্দা ৷ এই নিয়ে মহারাষ্ট্রে সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৩ ৷ মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে পিপড়ির ওই ব্যক্তি সদ্য জাপান ও দুবাইতে ঘুরতে গেছিলেন ৷

ওড়িশা সরকারের COVID ১৯ সংক্রান্ত বিষয়ের প্রধান মুখপাত্র সুব্রত বাগচি জানিয়েছেন, ভুবনেশ্বরে ৩৩ বছর বয়সি এক ব্যক্তির শরীরে ভাইরাসের সংক্রমণ মিলেছে ৷ ওই ব্যক্তি ৬ মার্চ ইটালি থেকে দেশে ফিরেছিলেন ৷

মহারাষ্ট্রের কোলাপুরে মৃত্যু হল কোরোনায় আক্রান্ত সন্দেহে ভর্তি এক ব্যক্তির ৷ মহারাষ্ট্রের প্রমিলা রাজে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন ৷ তাঁর সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ৷ সোয়াবের রিপোর্ট আগামী দুই দিনের মধ্যে হাতে পাবে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ জানা গেছে ওই ব্যক্তির বাড়ি উত্তরপ্রদেশে ৷

শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ১১০ জনের শরীরে কোরোনার সংক্রমণের খবর সামনে এসেছে ৷ এর মধ্যে সবথেকে বেশি সংক্রমণ হয়েছে মহারাষ্ট্রে ৷ এর পরেই রয়েছে কেরালা ৷ কেরালায় এখনও পর্যন্ত ২২ জনের শরীরে ভাইরাসের হদিশ মিলেছে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*