কোরোনায় তৃতীয় ব্যক্তির মৃত্যু দেশে

Spread the love

কোরোনায় আক্রান্ত হয়ে তৃতীয় ব্যক্তির মৃত্যু হল দেশে ৷ ৬৪ বছর বয়সি ওই ব্যক্তি মুম্বইয়ের কস্তুরবা হাসপাতালে আজ মারা যান ৷ মহারাষ্ট্রের স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, তিনি সম্প্রতি দুবাই থেকে দেশে ফিরেছিলেন ৷ আজ বেলা প্রায় ১১টা নাগাদ মৃত্যুর খবর প্রকাশ্যে আসে ৷

এই মুহুর্তে দেশে সবথেকে বেশি সংক্রমিত হয়েছে মহারাষ্ট্রে ৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জারি করা সর্বশেষ রিপোর্ট অনুসারে মহারাষ্ট্রে মোট ৩৯ জনের শরীরে ভাইরাসের হদিশ মিলেছে ৷ কোরোনা পরিস্থিতি যাতে আরও জটিল না হয়, সেই জন্য বাড়িতে কোয়ারেন্টাইনে থাকা মানুষদের হাতে ছাপ দেওয়ার ব্যবস্থা করছে মহারাষ্ট্র সরকার ৷

এর আগে দেশে দুই জন কোরোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৷ দেশে প্রথম মৃত্যুর খবর সামনে আসে কর্নাটক থেকে এবং দ্বিতীয় মৃত্যুটি ঘটে দিল্লিতে ৷ শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী দেশে এখনও পর্যন্ত ২২ জন বিদেশি নাগরিকসহ মোট ১২৫ জনের শরীরে ভাইরাসের হদিশ মিলেছে ৷ এর মধ্যে ১৩ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ৷ 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*