ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১৪৭

Spread the love

বিশ্বজুড়ে করোনা-কাঁপুনি। গোটা বিশ্বজুড়ে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ আর তার সঙ্গে পাল্লা দিয়ে গোটা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭ হাজারের বেশি ৷ ১৫৯ দেশে ২ লক্ষ ছুঁতে চলেছে করোনা আক্রান্ত। গোটা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ১ লক্ষ ৮২ হাজার জন মানুষ ৷ চিনের সংখ্যাটা হল ৮২ হাজার ৭ জন আর অন্যদিকে ইতালিতে মৃত্যুর সংখ্যা ২ হাজার ৫০৩ এবং আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ৫০০ মতো ৷ আতঙ্ক রোজ বেড়েই চলেছে করোনা নিয়ে ৷

গোটা বিশ্বই প্রায় স্তব্দ হয়ে পড়েছে ৷ বিশ্বের বিভিন্ন দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে ৷ অন্যদিকে ভারতে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ১৪৭ জন ৷ এর মধ্যে ১২২ জন ভারতীয় ২৫ জন বিদেশি। গতকাল মুম্বইয়ের কস্তুরবা হাসপাতালে মৃত্যু হয়েছে এই ব্যক্তির। এর ফলে মৃতের সংখ্যা এখন ৩। ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিলেছেন ১৪ জন। মঙ্গলবার প্রথম করোনা ভাইরাস আক্রন্তের খোঁজ পাওয়া যায় কলকাতায়। দেশের প্রায় সব রাজ্যেই বন্ধ করা হয়েছে স্কুল, কলেজ, সিনেমাহল, শপিং মল ৷ সামাজিক কোনও অনুষ্ঠান বা জমায়েতে অংশ নেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে ৷ বহু রাজ্যেই বাতিল করা হয়েছে সামাজিক অনুষ্ঠান ৷ দেশের মধ্যে ও দেশের বাইরে ট্র্যাভেলের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷

বিশেষজ্ঞরা বলছেন, ভারতের পরিস্থিতি যাতে চিন বা ইতালির মতো না হয় তার জন্য আগামী ৩০ দিন খুব গুরুত্বপূর্ণ ৷ চতুর্থ বা পঞ্চম সপ্তাহেই ভয়াবহ ভাবে এই ভাইরাস সংক্রমণের নজির রয়েছে। ভারতে যাতে তা না হয় সেই লক্ষ্যেই দেশজুড়ে চরম সতর্কতা। ভারত এখন করোনা সংক্রমণের দ্বিতীয় ধাপে ৷ অর্থাৎ চিন, ইতালি, ইরানের মতো আক্রান্ত দেশ থেকে যাঁরা সংক্রমিত হয়ে ফিরেছেন তাঁদের থেকে এ দেশে সংক্রমণ ছড়িয়েছে ভারতে আক্রান্তের সংখ্যা একশো ছাড়ালেও পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে যায়নি বলেই দাবি ৷ কিন্তু সংক্রমণের হার যাতে এখানেই আটকানো যায় তার জন্য ব্যাপক সতর্কতা জরুরি ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*