কলকাতা নয়, লন্ডনে কোরোনা ভাইরাসের সংক্রমণ হয় যুবকেরঃ মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

কলকাতায় কোরোনা আক্রান্ত, এই বক্তব্যে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর ৷ “কলকাতায় প্রথম নয়, সংবাদমাধ্যমে লেখা সঠিক নয় । লন্ডনেই যুবকের শরীরে কোরোনা ভাইরাসের সংক্রমণ হয়েছিল । সেই অবস্থায় তিনি কলকাতায় এসেছেন ।” আজ বুধবার নবান্নের এক অনুষ্ঠান মঞ্চ থেকে এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়‌।

নাম না করে কোরোনা সংক্রামিত হওয়া যুবকের পরিবারের উপর ক্ষোভ প্রকাশ করেন তিনি । যুবক ও তাঁর পরিবার বিষয়টি গোপন করায় তাঁদের দায়িত্বজ্ঞানহীন ও অবিবেচক বলে আখ্যা দেন তিনি । গতকাল রাজ্যে প্রথম কোরোনা আক্রান্তের সন্ধান মেলে ।

ইংল‌্যান্ড ফেরত ওই যুবক এই মুহূর্তে বেলেঘাটা ID হাসপাতালে চিকিৎসাধীন । আক্রান্তের মা রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের আমলা । তিনি নবান্নে কর্মরত । ছেলের এই ধরনের উপসর্গ দেখেও তিনি না কি কোনও যথাযথ ব্যবস্থা নেননি বললে অভিযোগ তুলেছেন একাংশ । ইতিমধ্যেই নবান্ন থেকে রাজ্যবাসীর জন্য দেওয়া হচ্ছে সতর্কবার্তা এবং নির্দেশিকা । কোরোনা আক্রান্তের সংস্পর্শে আসা সব মানুষের হোম আইসোলেশনে চলে যাওয়া উচিত। প্রশ্ন উঠছে, তারপরও ওই আমলা কীভাবে বৈঠক করেছিলেন তা নিয়ে ৷

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/222078905828983/?t=1

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*