করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে ইতিমধ্যেই একাধিক সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার ৷ বৃহস্পতিবার বিকেলে ফের করোনা মোকাবিলায় নবান্নে জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
মারণ এই ভাইরাসের মোকাবিলায় কোনওরকম ফাঁকফোকর রাখতে চায় না রাজ্য ৷ সরকারি হাসপাতালগুলির পাশাপাশি যাতে বেসরকারি হাসপাতালগুলিতেও করোনা মোকাবিলায় প্রয়োজনীয় পরিকাঠোমো থাকে সে ব্যাপারে এবার উদ্যোগী হচ্ছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ শহরের বেসরকারি হাসপাতালর কর্তাদের জরুরি বৈঠকে ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
শুধু বেসরকারি হাসপাতালই নয়, কলকাতার একাধিক ডায়গনাস্টিক সেন্টারের কর্তাদেরও বৃহস্পতিবার বিকেলে নবান্নে ডেকেছেন মুখ্যমন্ত্রী৷ করোনা ভাইরাস নিয়ে সাম্প্রতিক পরিস্থিতি মোকাবিলায় রণনীতি ঠিক করতেই এই বৈঠক ডাকা হয়েছে।
করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে কী কী পদক্ষেপ করা যেতে পারে, তা নিয়েই সবিস্তার আলোচনা হবে বৈঠকে৷ আগেই স্বাস্থ্য ভবনের কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। এবার হাসপাতাল কর্তৃপক্ষ ও ডায়াগনস্টিক সেন্টারগুলির সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ইতিমধ্যেই কলকাতায় প্রথম করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। লন্ডন ফেরত তরুণের শরীরে মারণ করোনার ভাইরাস মিলেছে ৷ বেলেঘাটা আইডি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে ওই তরুণকে ৷ আর আহমেদ ডেন্টাল কলেজের দুই পড়ুয়াও করোনার উপসর্গ নিয়ে এনআরএস-এ আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন ৷ আরও এক ভর্তি সদ্য করোনার উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন আরজি করের আইসোলেশন ওয়ার্ডে৷ ক্রমেই আতঙ্ক ছড়াচ্ছে করোনা ভাইরাস ৷
করোনার সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে আগেই রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান আপাতত ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ করোনার উপসর্গ দেখা দিলে তড়িঘড়ি নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে ৷ রাজ্যের সব হাসপাতালগুলিকেও করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ করতে নির্দেশ দেওয়া হয়েছে ৷
Be the first to comment