বিদেশ থেকে রাজ্যে ফেরত সমস্ত ব্যক্তিকে ১৪ দিনের জন্য হোম কোয়ারান্টাইনে থাকার জন্য নির্দেশিকা জারি করল রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর। একটি বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, ইউরোপ-আমেরিকার যে কোনও দেশে থেকে আসা ব্যক্তিদের দ্বারা সংক্রমণ ছড়াচ্ছে। সংক্রমণ ছড়ানোকে রুখতে বিদেশ থেকে আসা এমন ব্যক্তিদের ১৪ দিন হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দিয়েছে রাজ্য।
আমলার ছেলের পর বিলেত থেকে আসা আরও এক ব্যক্তির দেহে আজ মিলেছে কোরোনা সংক্রমণ। যার জেরে চরম উদ্বিগ্ন রাজ্যের স্বাস্থ্য দপ্তর। এই সংক্রমণের ছড়ানোকে ঠেকাতে একের পর এক উদ্যোগ নিয়ে চলেছে রাজ্য প্রশাসন। রাজ্যে এখন পর্যন্ত যে দু’জন আক্রান্ত হয়েছেন তাঁরা প্রত্যেকেই বিদেশ থেকে এ দেশে এসেছেন ৷ সে কারণেই এই পদক্ষেপ নবান্নের ।
আজ একটি নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্যের তরফে ৷ এ প্রসঙ্গে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “এটা নোটিফিকেশন হয়েছে । এ বিষয়ে আর কিছু বলার নেই ।”
Be the first to comment