রাজ্যে বনাঞ্চল আরও গভীর হয়েছে, বেড়েছে গাছের সংখ্যাও, শনিবার আন্তর্জাতিক বনদিবসে (International Day Of Forests) ট্যুইট করে এই তথ্যই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি (Mamata Banerjee) জানিয়েছেন, পশ্চিমবঙ্গের ১২ টি উপজাতি অধ্যুষিত জেলায় ৫৫ বর্গ কিলোমিটার অঞ্চলে গাছের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, আরও ঘন হয়েছে বনাঞ্চল।
একই সঙ্গে শনিবার আন্তর্জাতিক বৃক্ষরোপণ দিবসও। সেই উপলক্ষেও (World Planting Day) টুইট করেন তৃণমূল নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, শিশু এবং প্রকৃতির মধ্যে মানসিক বন্ধন জাগ্রত করার প্রয়োজন আছে। সেইসঙ্গে রাজ্যের ‘সবুজশ্রী’ প্রকল্পের কথাও উল্লেখ করেন তিনি। ২০১৬ সালে দেশে পরিবেশের ভারসাম্য রাখতে এই প্রকল্প (Sabujshree) চালুর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
‘সবুজশ্রী’ প্রকল্পে অধীনে রাজ্যে কোনও শিশুর জন্ম হলেই সংশ্লিষ্ট পরিবারের হাতে একটি গাছ দত্তক দেওয়া হয়। তাতে এক দিকে হয় সবুজায়ন। বাঁচবে পরিবেশ। আবার সেই গাছ পরিণত হলে তাকে বিক্রি করে সন্তানের ভবিষ্যৎ কিছুটা হলেও সুরক্ষিত করা যায়। অর্থাৎ বাঁচে ভাবী প্রজন্ম। গাছ দত্তক নেওয়ার সেই কথাও বৃক্ষরোপণ দিবসে আরও একবার মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।
Be the first to comment