রাজ্যজুড়ে কোরোনা আতঙ্ক। পরিস্থিতির মোকাবিলায় ইতিমধ্যেই বিনামূল্যে চাল, চিকিৎসকদের পুজোর পরে বাড়তি ছুটির প্রস্তাব-সহ একাধিক পদক্ষেপ করা হয়েছে রাজ্যের তরফে। এবার সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে মন্ত্রীসভার বৈঠক স্থগিত করে সোমবার সর্বদলীয় বৈঠকের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, শনিবার সকালে হাবড়ায় আরও একজন কোরোনা আক্রান্তের খোঁজ মিলেছে। রাজ্যে এনিয়ে মোট তিনজন কোরোনা আক্রান্ত। কোরোনা সংক্রমণের সচেতনতায় ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। স্থগিত উচ্চমাধ্যমিক পরীক্ষাও। ইতিমধ্যেই ভিড় এড়াতে সরকারি কর্মচারীদের একঘণ্টা আগে বাড়ি যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আইসোলেশন বেডের সংখ্যাও বাড়ানো হয়েছে।
কোরোনার মোকাবিলায় একের পর এক উদ্যোগ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে মন্ত্রী-আমলাদের সঙ্গে বৈঠক সেরেছেন। পরে সরকারি, বেসরকারি, চিকিৎসক ও ডায়াগনস্টিক সেন্টারের কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী ৷ শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করে একাধিক দাবি জানিয়েছেন তিনি। এবার সর্বদলীয় বৈঠকের ডাক দিলেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, সোমবার মন্ত্রীসভার বৈঠক ছিল নবান্নে। আপাতত স্থগিত সেই বৈঠক। সোমবার সমস্ত রাজনৈতিক দলের নেতাকে আহ্বান জানানো হলো নবান্ন সভাঘরে।
Be the first to comment