রাজ্যে করোনা আক্রান্ত আরও এক

Spread the love

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ল আরও। আক্রান্তের সংখ্যা বেড়ে হল চার। শনিবার কলকাতায় আরও একজনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে। জানা গিয়েছে, এক প্রৌড়া এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি সল্টলেকে আমরি হাসপাতালে চিকিৎসাধীন। কয়েকদিন আগেই তিনি জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। প্রথম পরীক্ষাতে তাঁর রিপোর্ট পজিটিভ আসে। পরে ফের পরীক্ষা করা হয়। এবারও তাঁর রিপোর্ট পজিটিভ আসতে চিকিৎসকরা জানিয়েছেন তিনি নিশ্চিত ভাবে করোনা আক্রান্ত।

এদিন সকালেই এক তরুণীর শরীরে এই ভাইরাস ধরা পড়ে, তিনি হাবড়ার বাসিন্দা। বেলেঘাটা আইডিতে তাঁর চিকিৎসা চলছে।

সূত্রের খবর, আক্রান্তের বিদেশ যাত্রার কোনও রেকর্ড নেই। সর্দি, শ্বাসকষ্ট নিয়ে কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি হন। তাঁর বয়স ৫৭ বছর। ইতিমধ্য়েই রাজ্য়ে করোনা আক্রান্ত ওই তরুণীর পরিবারের বাকিদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে৷ তাঁর পরিবারের অন্যদেরও আইসোলেশনে রাখা হবে৷ আপাতত তাঁদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে৷ স্কটল্য়ান্ড থেকে দেশে ফিরে ওই তরুণী আর কার সঙ্গে মিশেছিলেন তা জানার চেষ্টা করছেন স্বাস্থ্য় আধিকারিকরা৷ তরুণীর পরিবারের সদস্য়দের বারাসত হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হতে পারে ৷

এই নিয়ে গত ৪ দিনে রাজ্য়ে ৪ন জন করোনা আক্রান্তের হদিশ মিলল৷ আগে যে ৩ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে তাঁদের প্রত্য়েকের সঙ্গেই ইউনাইটেড কিংডমের যোগ রয়েছে৷ শনিবার পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৩০০ ছুঁয়েছে। প্রত্য়েককেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ৷ আক্রান্ত ব্য়ক্তিরা যাঁদের সংস্পর্শে এসেছেন তাঁদেরও কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*