আজ রাত থেকেই বন্ধ ট্রেন পরিষেবা, চাকা ঘুরবে না কলকাতা মেট্রোরও

Spread the love

রেল পরিষেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা কেন্দ্রের। আজ রেল মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে ৩১ মার্চ পর্যন্ত দেশজুড়ে সমস্ত যাত্রীবাহী ট্রেন পুরোপুরি বন্ধ থাকবে । মেল, এক্সপ্রেস, প্যাসেঞ্জার, লোকাল ট্রেনের পাশাপাশি বন্ধ থাকবে কলকাতা মেট্রোও । কারণ এই কলকাতা মেট্রো রেল মন্ত্রকের অধীনস্থ। সন্দেহ নেই রেল মন্ত্রকের এই ঘোষণায় পুরোপুরি স্তব্ধ হয়ে গেল কলকাতা-সহ গোটা দেশের লাইফ লাইন ।

কোরোনা মোকাবিলায় ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশজু়ড়ে জনতা কারফিউ পালনের আহ্বান জানিয়েছিলেন । সেই ডাকে সাড়া দিয়ে আজ সকাল থেকেই গোটা দেশে জনতা কারফিউ চলছে । ফলে এমনিতেই যাত্রীবাহী ট্রেনের সংখ্যা কমে গিয়েছে । তারপরই রেলমন্ত্রকের তরফ থেকে আজকের ঘোষণা আগামী ৩১ মার্চ পর্যন্ত সব ট্রেন বাতিলের । এর ফলে শতাব্দী, রাজধানী, দুরন্তর মতো একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল হয়ে গেল ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ বিকেল ৪টে পর্যন্ত যে দূর পাল্লার ট্রেনগুলি ছাড়বে সেগুলি একমাত্র নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাবে । বাকি আর কোনও ট্রেন ছাড়বে না । তবে, অত্যাবশকীয় পণ্য পরিষেবার জন্য পণ্যবাহী ট্রেন (মালগাড়ি) চলবে বলেই রেলমন্ত্রকের তরফে ঘোষণা করা হয়েছিল । শুধু ট্রেন নয়, আজ রাত থেকে পরিষেবা বন্ধ হয়ে যাবে কলকাতা মেট্রোরও । কলকাতা মেট্রো রেলমন্ত্রকের অধীনে । আবার কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ লাইফলাইন । সন্দেহ নেই, রেল এবং মেট্রো বন্ধ হয়ে যাওয়ায় রীতিমতো স্তব্ধ হতে চলল কলকাতা-সহ গোটা দেশের যাত্রী পরিষেবা ।

গতকালই নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করে দেওয়া হয় আন্তঃরাজ্য সরকারি বাস পরিষেবা বন্ধ থাকবে । একইসঙ্গে অন্য রাজ্য থেকে যেন ট্রেন আপাতত পশ্চিমবঙ্গে না ঢোকে । এরপরই আজ রেলমন্ত্রকের এই ঘোষণা । 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*