সংসদ হামলার বর্ষপূর্তিতে মোদী-মনমোহন, হাত মেলালেন একে অপরের সঙ্গে

Spread the love

গুজরাট ভোটের ফল নিয়ে পাকিস্তান প্রভাব খাটানোর চেষ্টা করছে। পাশাপাশি শত্রুপক্ষের সঙ্গে হাতও মিলিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। সম্প্রতি এমনই অভিযোগ এনেছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই নিয়ে এখনও চলছে কাদা ছোঁড়াছুড়ি। এবার তারমধ্যেই সব বিতর্ককে পিছনে ফেলে বুধবার মুখোমুখি হলেন প্রাক্তন ও বর্তমান প্রধানমন্ত্রী। একে অপরের সঙ্গে হাতও মেলালেন তাঁরা। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। প্রসঙ্গত, ২০১১ সালে সংসদ চত্বরে সন্ত্রাসবাদী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপণ অনুষ্ঠানে যোগ দিতে যান মোদী ও মনমোহন। সেখানেই সামনাসামনি পড়ে যান দুজন। অগত্যা কী আর করার, সামনা সামনি দেখে তো আর মুখ ঘুরিয়ে নেওয়া যায় না। শত বিতর্ক থাকলেও হাসিমুখে হাত মেলালেন একে অপরের সঙ্গে।

গত রবিবার গুজরাটের এক নির্বাচণী জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেন কংগ্রেস নেতা মণিশঙ্কর আয়ারের বাসভবনে গোপন বৈঠক করেন পাকিস্তানের এক প্রাক্তন মন্ত্রী ও মনমোহন সিং। মূলত গুজরাটে বিজেপির পরাজয় নিশ্চিত করার জন্যই এই বৈঠক বলে দাবি করেন প্রধানমন্ত্রী মোদী। নমোর এই মন্তব্যের জেরেই শুরু হয়েছে শোরগোল।

উল্লেখ্য, ২০০১ সালের ১৩ ডিসেম্বর আচমকাই নিরাপত্তারক্ষীদের এড়িয়ে সংসদ চত্ত্ব রে ঢুকে পড়ে লস্কর ও জৈশ এর ৫ জঙ্গি। তাদের গুলিতে মৃত্যু হয় ১ সাধারণ নাগরিক সহ মোট ১২ জন নিরাপত্তারক্ষীর। ঘটনার দিন অধিবেশন মুলতুবি হয়ে ‌যাওয়ার মিনিট চল্লিশ পর ভেতরে ঢুকে পড়ে জঙ্গিরা। তখন সংসদের ভেতরে ছিলেন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী, সনিয়া গান্ধী, লালকৃষ্ণ আডবানি-সহ একাধিক মন্ত্রী-সাংসদরা। নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে সেখানেই মৃত্যু হয় জঙ্গিদের।

বুধবার সংসদ চত্বরে ২০০১ এর ভয়াবহ জঙ্গি হামলার বর্ষপূর্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাহুল গান্ধীও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*