রাত ৮ টায় ফের জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন মোদী

Spread the love

ফের জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা পরিস্থিতির উন্নতি হয়নি খুব একটা। আক্রান্ত ৫০০ ছাড়িয়েছে। এই অবস্থায় দেশবাসীকে ফের বার্তা দেবেন মোদী।

এর আগে গত সপ্তাহে বৃহস্পতিবারও জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন মোদী। সেইসময় জনতা কার্ফু জারির কথা বলেন। সেই অনুযায়ী গত রবিবার জনতা কার্ফু পালিত হয় দেশ জুড়ে।

এরপর পরিস্থিতি আরও বদলে যায়। রবিবার রাত থেকেই বন্ধ করে দেওয়া হয় সব ট্রেন। দেশের ৮০ টি শহরে চলছে লকডাউন। কার্যত দেশ জুড়ে জনজীবন স্তব্ধ। মঙ্গলবার মধ্যরাত থেকে দেশের মধ্যেও কোনও বিমান চলাচল করবে না।

যদিও অনেকেই লকডাউন বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখছে না বলে আক্ষেপ করেছেন প্রধানমন্ত্রী। ট্যুইটারে মোদী লিখেছেন, ‘অনেকেই এখনও লকডাউন বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখছেন না। দয়া করে নিজেকে রক্ষা করুন, আপনার পরিবারকে রক্ষা করুন। রাজ্য সরকারগুলিকে আর্জি জানাচ্ছি, যাতে আইন যথাযথভাবে কার্যকর করা হয়।’

মঙ্গলবার ফের তিনি কি বার্তা দেন, সেদিকে তাকিয়ে আছে দেশবাসী।

বিশ্বের ১৮৯টি দেশে ছড়িয়ে পড়েছে মারণ এই করোনা ভাইরাস৷ বিশ্ব স্বাস্থ্যা সংস্থা WHO-দেওয়ার তথ্য অনুযায়ী এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত সারা বিশ্বের মোট আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৩২ হাজার ৯৩৫ জন৷ এর মধ্যে ১৪ হাজার ৫১০ জন মারা গিয়েছে৷ ভারতের আক্রান্তের সংখ্যা ৫১১ জন৷ এর মধ্যে মারা গিয়েছেন ১০ জন৷ মহারাষ্ট্রে ৩ জন, এছাড়া কর্নাটক, দিল্লি, পঞ্জাব, গুজরাত, বিহার ও পশ্চিমবঙ্গে একজন করে মারা গিয়েছে৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*