অলিম্পিক্স পিছিয়ে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্তে সহমতে পৌঁছলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ও আইওসি প্রধান থমাস বাক ৷ একবছরের জন্য অলিম্পিক গেমসের পিছোনোর সিদ্ধান্তে সহমতে পৌঁছেছে দু পক্ষই ৷ নিজেদের একটি যুগ্ম বিবৃতিও ইতিমধ্যেই সামনে এসেছে ৷ ২০২১ সালে টোকিও অলিম্পিক্স আয়োজন করা হবে ৷
তবে একবছরের জন্যে পিছিয়ে গেলেও একে ২০২০ অলিম্পিক্স বলা হবে বলে জানানো হয়েছে ইন্টারন্যাশানাল অলিম্পিক কমিটির পক্ষ থেকে ৷ নিজেদের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘ আইওসি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী সহমত হয়েছেন যে গেমস ২০২০ -র পর নতুন তারিখে করা হবে ৷ তবে সেটা ২০২১ -র গ্রীষ্মের মধ্যেই তা করা হবে ৷ এটা সমস্ত অ্যাথলিট, অলিম্পিক গেমস ও আন্তর্জাতিক সমাজের শুভ হওয়ার জন্যেই এই সিদ্ধান্ত ৷ ’
আরও বলা হয়েছে, নেতারা সহমত হয়েছে যে টোকিওর অলিম্পিক গেমস সারা পৃথিবীর কাছে আশার আলো, তাই সারা পৃথিবী যখন খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তাই অলিম্পিকের আগুন জ্বলে রইল ৷ জাপানেই থাকবে এই আগুন ৷
IOC র সবথেকে দীর্ঘদিনের সদস্য জানিয়েছেন এটা সিদ্ধান্ত হয়ে গেছে যে অলিম্পিক্স ২৪ জুলাই শুরু হচ্ছে না ৷ তিনি আরও জানিয়েছেন সম্ভবত ২০২১ সালে হবে অলিম্পিক্স ৷ করোনা ভাইরাস প্যানডেমিক নিয়ে সারা বিশ্ব উত্তাল ৷ এরমধ্যে কানাডা সর্বপ্রথম দেশ হিসেবে সিদ্ধান্ত নিয়েছিল যে যদি অলিম্পিক্স নির্ধারিত সময়ে হয় তাহলে তারা অংশ গ্রহণ করবেন না ৷
এদিকে এর আগে করোনা ভাইরাস এই মুহূর্তে বিশ্ব জুড়ে মহা মহামারী৷ এবার অলিম্পিক্স নিয়ে মুখ খুললেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ৷ তিনি জানিয়ে দিলেন অলিম্পিক্স পিছিয়ে যাওয়া এখন সময়ের অপেক্ষা ৷ এই বিষয়টি এখন কোনও ভাবেই এড়ানো যাবে না ৷ ২৪ জুলাই ২০২০ থেকে টোকিওতে অলিম্পিক্সের আসর শুরু হওয়ার কথা ছিল ৷
সারা পৃথিবীতে এক অদ্ভুত ভয়ানক মহামারীর জায়গায় রয়েছে ৷ কানাডার অলিম্পিক ও প্যারা অলিম্পিক কমিটি ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এবারের অলিম্পিক্স নির্ধারিত সময়ে হলে তারা দল পাঠাবে না ৷ তাদের নিজেদের সাধারণ মানুষ ও অ্যাথলিটদের স্বাস্থ্যের কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছে ৷
এদিকে অস্ট্রিলিয়ার অলিম্পিক কমিটি জানিয়েছে ২০২১ সালে – অলিম্পিক্সের জন্য প্রস্তুতি নিতে বলেছে ৷ অস্ট্রেলিয়ার শ্যেফ অফ দ্য মিশন ইয়ান চেস্টারম্যান জানিয়েছেন জুলাই মাসে টুর্নামেন্ট হচ্ছে না তা নিশ্চিত ৷
জাপানের অলিম্পিকের আধিকারিকরাও জানিয়েছেন জুলাই মাসে টুর্নামেন্ট আয়োজনের জন্য তারা সেভাবে প্রস্তুতি সারছেন ৷ পুরো বিষয়টাই এখন ঘোর গোলযোগের মধ্যে ৷
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে জানিয়েছেন, ‘তারা কমপ্লিট গেমস করতে চাইছে ৷ তবে সবার ক্ষেত্রেই অ্যাথলিটরা প্রথম প্রায়োরিটি ৷ তাই এই গেমস পিছনো একেবারে অবশ্যম্ভাবী ৷ ’
তিনি আরও জানিয়েছেন, ‘বাতিল করে দেওয়াটা কোনও অপশন নয় ৷ তিনি বলেছেন, এভাবে গেমস বাতিল করে দেওয়া কোনও অসুবিধার সমাধান করবে না , কাউকে সাহায্যও করবে না ৷ ’
IOC -ও রবিবার নিজেদের অবস্থান বদল করে জানিয়েছে যেভাবে সারা পৃথিবী জুড়ে পরিবর্ত পরিস্থিতি তৈরি হয়েছে তাতে গেমস নিয়ে তারা নতুন ভাবে ভাবছে ৷ তবে গেমসের সময় বদল করলেই বদল করে নেব বললে তো হয় না কারণ , গেমসের জন্য ইতিমধ্যেই সব রকমের ব্যবস্থা হয়ে গেছে সেগুলি সব বাতিল করতে হবে, পাশাপাশি নতুন সময়ে সেগুলিকে অ্যাকমোডেট করাও হবে বড় চ্যালেঞ্জ ৷
Be the first to comment