মঙ্গলবার রাজ্যে আরও দুজনের শরীরে করোনার জীবাণু মিলেছে। এই পরিস্থিতিতে আক্রান্ত বা সন্দেহভাজনদের কোয়ারেন্টাইনে রাখার জন্য শহরের বিয়েবাড়ি, কমিউনিটি হল, স্টেডিয়ামগুলি অধিগ্রহণের জন্য পুলিশকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা মোকাবিলায় ইতিমধ্যেই বেলেঘাটা আইডি-তে আইসোলেশন ওয়ার্ডে ১০০টি অতিরিক্তি বেডের ব্যবস্থা করা হয়েছে।
করোনা আক্রান্তদের জন্য ৫০ বেডের আলাদা ওয়ার্ড আরজি কর হাসপাতালে চালু হয়েছে। টালিগঞ্জের বাঙুর হাসপাতালের নতুন ভবনে ১৫০ বেডের আইসোলেশন ওয়ার্ড চালু হয়েছে। রাজারহাটে ক্যানসার হাসপাতালে ৫০০ বেডে নয়া ওয়ার্ড চালু হয়েছে শুধুমাত্র করোনা আক্রান্তের জন্য। সোমবার দমদমের প্রৌঢ়ের মৃত্যুর পর থেকে প্রশাসন আরও সতর্ক হয়েছে।এই পরিস্থিতিতে করোনা আক্রান্ত বা সন্দেহভাজনদের জন্য চিকিৎসার বন্দোবস্ত হতে পারে কলকাতা মেডিক্যাল কলেজেও।
সূত্রের খবর, ইতিমধ্যেই শুরু হয়েছে হাসপাতাল খালি করার কাজ। বন্ধ রয়েছে জরুরি বিভাগে রোগী ভরতিও। উল্লেখ্য, এদিন রাজ্যে আরও দু’জনের শরীরে মিলেছে করোনার জীবাণু। সূত্রের খবর, আক্রান্তদের একজন সদ্যই লন্ডন থেকে ফিরেছেন। বর্তমানে বেলেঘাটা আইডি হাসপাতালেই চিকিৎসাধীন তাঁরা।
Be the first to comment