কোরোনা ভাইরাসের মোকাবিলায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০০ কোটি টাকার ত্রাণ তহবিলের সূচনা করেছেন । সেই তহবিলে সাধারণ মানুষ থেকে শুরু করে সকলকে দান করার আহ্বান জানানো হয়েছে । ইতিমধ্যেই সেই তহবিলে দান করা শুরু করে দিয়েছেন শাসকদলসহ বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক বিধায়ক । এবার দলমত নির্বিশেষে শিক্ষক সমাজের কাছে মুখ্যমন্ত্রীর আপৎকালীন ত্রাণ তহবিলে দান করার আবেদন জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । একটি ভিডিয়ো বার্তায় এই আবেদন জানিয়েছেন তিনি ।
পার্থবাবু তিনি বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে সকলকে নিয়ে কোরোনা মোকাবিলায় যে তৎপরতা দেখিয়েছেন তাতে আর্থিক বিষয়টিও এখন খুব গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে । আমরা সকলে মিলে এই মুহূর্তে সরকারের পাশে না দাঁড়ালে আর্থিক সমস্যা দেখা দেবে ৷ আমরা সবাই মিলে একজোট হয়ে যদি তার পাশে দাঁড়াতে পারি তাহলে হয়তো সেই অভাবটা অনেকটাই কমবে। আমি সমস্ত শিক্ষক সমাজ, শিক্ষাকর্মী সকলের কাছে আবেদন জানাচ্ছি ৷”
তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়, কলেজ, হাইস্কুল, মাধ্যমিক, প্রাথমিক, এমনকি SSK, MSK, পার্শ্বশিক্ষক, আংশিক সময়ের শিক্ষক, যাঁরাই শিক্ষার সঙ্গে যুক্ত তাঁদের সকলের কাছে আমার আবেদন আপনারা আপনাদের সাহায্যের হাত এগিয়ে দিন ৷ মুখ্যমন্ত্রীর আপৎকালীন ত্রাণ তহবিলে মুক্ত হস্তে দান করুন । উদ্ধার করুন রাজ্যের বিপন্ন মানুষকে । উদ্ধার করুন কোরোনার বিপন্নতা থেকে সকলকে । আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুধু নয়, সকলের পক্ষ থেকে, শিক্ষামন্ত্রী হিসেবে, আপনাদের কাছে আবেদন জানাচ্ছি ।” পাশাপাশি দলমত নির্বিশেষে সব সংগঠনকেও ত্রাণ তহবিলে দান করতেও আবেদন জানান শিক্ষামন্ত্রী ।
তিনি বলেন, “যে গণসংগঠনগুলি আছে যেমন, তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেল, তাদের প্রাথমিক, উচ্চমাধ্যমিক, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত যে সংগঠনগুলি আছে বা বামপন্থী থেকে শুরু করে অন্যরা যাঁরা আছেন, তাঁরাও সাংগঠনিকভাবে মুখ্যমন্ত্রীর আপৎকালীন ত্রাণ তহবিলে মুক্ত হস্তে দান করবেন । এই বিশ্বাস আমার আছে ।”
শিক্ষা সমাজের পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায় বিধায়কদের উদ্দেশে বলেন, “আমাদের সকল বিধায়কদের ভেবে দেখার সময় এসেছে যে আমরা কীভাবে সরকারের পাশে, মানুষের পাশে দাঁড়াতে পারি ৷ সাধারণ মানুষের বিপন্নতা মুক্ত করার জন্য আমাদের যতটুকু সাহায্য করতে পারি তা দিয়ে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীর আপৎকালীন ত্রাণ তহবিলকে সাহায্য করতে পারি । আমি সকল বিধায়কদের কাছে অনুরোধ জানাব, আপনারা এবিষয়ে সুচিন্তিতভাবে আপনাদের অর্জিত অর্থ যা বিধানসভায় আমরা পাই তার কিয়দংশ বা আপনারা যেটা ভালো বুঝবেন তা যদি এই তহবিলে দান করা যায়, তাহলে কাজটা অনেক বেশি তৎপরতার সঙ্গে করা যাবে বলে আমার বিশ্বাস । আমরা যেন সবাই এই মুহূর্তে সরকারের পাশে দাঁড়ায় ।”
পাশাপাশি করোনা তহবিল গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পার্থবাবু বিধায়কের বেতন থেকে দু লক্ষ টাকা ত্রাণ তহবিলে দান করেন। সকলকে অনুরোধ জানান তারাও যেন মুখ্যমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে বিপন্ন মানুষের পাশে এসে দাঁড়ান।
https://m.facebook.com/story.php?story_fbid=245457829963928&id=100034991394269
শুনুন কী বললেন পার্থ চট্টোপাধ্যায়?
Be the first to comment