নেই কোনও ট্রাভেল হিস্ট্রি, রাজ্যে আরও এক কোরোনা আক্রান্তের খোঁজ

Spread the love

রাজ‍্যে কোরোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১০ । বুধবার রাতে এই আক্রান্তের খোঁজ পাওয়া গেছে পঞ্চসায়রে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে । ওই হাসপাতাল সূত্রে খবর, ৬৬ বছর বয়সী আক্রান্ত এই ব্যক্তির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে‌ । আইসোলেশন ওয়ার্ডে তাঁর চিকিৎসা চলছে ।

বুধবার সন্ধ্যার পরে রাজ্যের স্বাস্থ্য দপ্তর জানিয়েছিল, এ’দিন নতুন কোনও আক্রান্তের খোঁজ পাওয়া যায়নি । তবে, COVID-19-এর সংক্রমণ সন্দেহে দুটি নমুনার পরীক্ষার রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে । এরপর রাতে জানা যায়, এ রাজ্যে COVID-১৯-এ দশম আক্রান্তের খোঁজ । বেসরকারি ওই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, COVID-১৯-এ আক্রান্তের চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে । ওই হাসপাতালে যে সব চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এই আক্রান্তের চিকিৎসার সঙ্গে যুক্ত, তাঁদের সুরক্ষার বিষয়টি নিয়েও যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । এ’দিকে, আক্রান্ত এই ব্যক্তির সংস্পর্শে অন্য আর কারা এসেছেন, সেই সব বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে ।

গত মঙ্গলবার COVID-১৯-এ দু’জন আক্রান্তের খোঁজ মিলেছিল রাজ‍্যে । এই দুই আক্রান্তের একজন ৫৮ বছরের এক ব‍্যক্তি এবং অন‍্যজন ৫৫ বছরের এক মহিলা । এই দুই আক্রান্তের চিকিৎসা চলছে কলকাতার ইনফেকশাস ডিজ়িজ়েস অ্যান্ড বেলেঘাটা জেনেরাল (ID&BG) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে । ৫৮ বছর বয়সী আক্রান্ত এই ব‍্যক্তি মিশর থেকে ফিরেছেন । অন‍্যদিকে, ৫৫ বছর বয়সী আক্রান্ত এই মহিলা ইংল‍্যান্ড থেকে ফিরেছেন । বেলেঘাটার এই হাসপাতালে অন্য আরও ছয় আক্রান্তের চিকিৎসা চলছে । COVID-১৯-এ এক আক্রান্তের চিকিৎসা চলছিল সল্টলেকে অবস্থিত বেসরকারি হাসপাতালে । গত সোমবার তাঁর মৃত্যু হয় ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*