করোনা-মোকাবিলায় ১.৭ লাখ কোটির আর্থিক প্যাকেজ ঘোষণা কেন্দ্রের, টুইট করলেন রাহুল

Spread the love

করোনাভাইরাসের জেরে আক্রান্ত ভারতীয় অর্থনীতিকে ICU-তে প্রবেশ করা থেকে বাঁচাতে আর্থিক প্যাকেজ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে ১.৭ লাখ কোটির আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এছাড়়াও চিকিৎসা ও স্বাস্থ্য-সহ জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষের জন্য আগামী ৩ মাস মাথাপিছু ৫০ লাখের বিমা ঘোষণা করা হয়েছে।

প্রধানমন্ত্রী কৃষি যোজনায় বর্তমানে বছরে ৬ হাজার পান কৃষকরা। তবে করোনার জেরে পরিস্থিতির জন্য এপ্রিল থেকে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ২ হাজার করে জমা পড়বে বলে জানান অর্থমন্ত্রী। এছাড়াও প্রধানমন্ত্রী অন্ন যোজনায় আগামী ৩ মাসের জন্য বর্তমান রেশনের সঙ্গে বিনামূল্যে মাথাপিছু অতিরিক্ত ৫ কেজির চাল বা গম দেওয়া হবে। এছাড়াও ১০০ দিনের কাজের মজুরি বাড়িয়ে ২০২ করা হল। যা আগে ছিল ১৮২। অর্থমন্ত্রী বলেন, এর ফলে প্রায় ৫ কোটি পরিবার উপকৃত হবে।

বর্তমান পরিস্থিতিতে EPF-র নিয়মে বেশ কিছু রদবদলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। যেমন, যে সকল সংস্থায় কর্মী-সংখ্যা ১০০-র কম এবং কর্মীদের ৯০%-এর বেতন ₹১৫ হাজার বা তার কম। এমন সংস্থার পিএফ বাবদ ২৪% (কর্মীর ১২%+সংস্থার ১২%) অর্থ তিন মাসের জন্য দেবে কেন্দ্রীয় সরকার। এছাড়াও EPFO সাইট থেকে অগ্রিম অর্থ বাবদ ৭৫% প্রত্যাহারের সুযোগ থাকছে কর্মীদের কাছে।

প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ আটকাতে বুধবার থেকে গোটা দেশে ২১ দিনের লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই লকডাউন পর্বে কেবলমাত্র অত্যাবশ্যক পণ্য-পরিষেবা ছাড়া সব শিল্প ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এদিকে করোনা-মোকাবিলায় কেন্দ্রের ১.৭ লাখ কোটির আর্থিক প্যাকেজ ঘোষণার পরই টুইট করলেন রাহুল গান্ধী। তিনি বলেন, সরকার এই প্রথমবার সঠিক পদক্ষেপ নিল।

তিনি টুইটারে লিখেছেন, “আমাদের সরকার এই প্রথম সঠিক পদক্ষেপ নিয়েছে। আমরা কৃষক, দিনমজুর, মহিলা ও বয়স্কদের কাছে ঋণী। চলতি লকডাউনে তাঁরা যথেষ্ট সমস্যায় পড়েছেন।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*