মহাভারতের জয়ে ১৮ দিন লেগেছিল, কোরোনা যুদ্ধে দরকার ২১ দিন: নরেন্দ্র মোদী

Spread the love

কোরোনা ভাইরাস মোকাবিলা কোনও যুদ্ধের চেয়ে কম নয়। যুদ্ধকালীন তৎপরতা ও সচেতনতাই আমাদের বাঁচাতে পারবে এই মারণ ভাইরাস থেকে । দেশের এই ভয়ঙ্কর পরিস্থিতিতে এক হয়ে লড়তে হবে । দৃঢ় প্রতিজ্ঞ হয়ে হারাতে হবে কোরোনা সংক্রমণকে । আজ বারাণসীর মানুষজনের সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিয়ো কনফারেন্সে উঠে এল সেকথাই । ১৮ দিন ধরে চলা মহাভারতের প্রসঙ্গ তুলে তাঁর বার্তা, ”এই মারণ ভাইরাসের মোকাবিলায় আমাদের ২১ দিন লড়তে হবে ।”

গতকাল জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় দেশজুড়ে ২১ দিনের লকডাউনের কথা ঘোষণা করেন তিনি । জানিয়ে দেন এই লকডাউন কারফিউর থেকে কমকিছু নয় । কোরোনা সংক্রমণের এই চেন ভাঙতে আগামী ২১ দিন ঘরেই থাকতে হবে আমাদের । যদি এই ২১ দিন আমরা ঘরে না থাকি তাহলে আমাদের অসচেতনতায় আরও ২১ বছর পিছিয়ে যেতে হবে ।

গতকাল লকডাউন ঘোষণার পর আজ নিজের লোকসভার মানুষজনের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করেন নরেন্দ্র মোদি। সেখানেই তিনি জানান দিন দিন আরও শক্তিশালী হয়ে থাবা বসাচ্ছে কোরোনা ভাইরাস । তাই এই সংক্রমণ প্রতিরোধে আমাদের বাইরে বেরোনো যাবে না । ২১ দিনে ঘরের মধ্যেই থাকতে হবে । আমাদের ২১ দিনের লড়াই পরাজিত করবে কোরোনার প্রকোপকে ।

এদিন ভিডিয়ো বার্তায় মোদি বলেন, “যদি কোথাও কোনও ডাক্তার-নার্সদের সঙ্গে খারাপ ব্যবহার করে কেউ, তাহলে আপনারা এগিয়ে যান । যারা এই কাজ করছে তাদের বোঝান যে তারা ভুল ।” মানুষজনকে সচেতন করে প্রধানমন্ত্রী বলেন, “যদি এইসময় কেউ আপনাকে কোনও ওষুধ খেতে দেয়, তাহলে আগে চিকিৎসকের পরামর্শ নিন । আগ বাড়িয়ে নিজে থেকে কোনও পদক্ষেপ করবে না । চিকিৎসকের সঙ্গে পরামর্শের পরই ওষুধ খান ।”

চিকিৎসকদের প্রশংসায় মোদি বলেন, “জরুরি পরিষেবায় বিশেষ করে চিকিৎসা ৷ চিকিৎসকরা পরিষেবা দিতে দিনে ১৮ ঘণ্টা করে কাজ করছেন। ২-৩ ঘণ্টা ঘুমোচ্ছেন । যাঁরা এই পরিস্থিতিতে দিনরাত নিরলস পরিশ্রম করছেন, তাঁদের স্যালিউট জানান । সাদা পোশাকে কাজ করা মানুষগুলো আমাদের কাছে ভগবান । তাঁরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের বাঁচাচ্ছেন ।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*