নিজস্ব প্রতিবেদনঃ পতৌদির নবাব কন্যার বই প্রকাশ, তা যে সাড়ম্বরে হবে জানা কথা। সাড়ম্বরে তো হলই সঙ্গে তারকাখচিতও বটে। মা শর্মিলা ঠাকুর, দাদা সইফ আলি খান, বৌদি করিনা কাপুর আর বিখ্যাত জুয়েলারী ডিজাইনার দিদি সাবা আলি খান সক্কলে হাজির ছিলেন সোহা আলি খানের বই প্রকাশ অনুষ্ঠানে। বইয়ের নাম, দ্য পেরিলস অব বিয়ং মডারেটলি ফেমাস। বিখ্যাত পরিবার একটি কম বিখ্যাত মেয়ের যে জীবনযন্ত্রনা তাই এই বইয়ের বিষয়। অন্তসত্বা থাকাকলীন পুরো সময়টাই এই বইয়ের পিছনে খরচ করেছে সোহা। আর বই প্রকাশ অনুষ্ঠানে দাদা, মা বৌদি সকলেই একবাক্যে স্বীকার করে নিলেন বিখ্যাত হোক বা না হোক, সোহার মতো মেয়ে লাখে একটা হয় কিনা সন্দেহ।
লন্ডন স্কুল অব ইকনমিক্সের গোল্ড মেডেলিস্ট, ইনভেস্টমেনন্ট ব্যাঙ্কার থেকে বলিউডের নাযিকা, কিন্তু সাফল্যা সেভাবে ধরা দেয়নি। কুনাল খেমুকে বিয়ে করে এখন পুরোপুরি সংসারী, বর্তমানে কন্যা ইনায়ার মা। কিন্তু লেখিকা হওয়ার বাসনা ছিলই। তাই অন্তসত্বা থাকার পুরো সময়টাই এই কাজে ব্যয় করলেন। বই প্রকাশ অনুষ্ঠানে দাদা সইফ আলি খান জানালেন, সোহা হল এই পরিবারের টর্চের মতো। যে কোনও বিপদে পরলে সোহার শরনাপন্ন হতে হয়, কোনও না কোনও পথ ঠিক বের করে ফেলবে। বৌদি করিনা আবার প্রশংসায় পঞ্চমুখ, জানালেন, সোহার মতো বুদ্ধিমতী মেয়ে খুব কম আছে, ওর সামনে তো আমার যেতেই ভয় লাগে। ওর যা জ্ঞান।
Be the first to comment