করোনার জের, দ্বিতীয় মৃত্যু মধ্যপ্রদেশে

Spread the love

মাত্র ২৪ ঘণ্টার ব্যবধান। ফের করোনায় আক্রান্ত হয়ে মধ্যপ্রদেশে মৃত্যু হল এক মহিলার (৩৫)। বৃহস্পতিবার সরকারি সূত্রে এই খবর জানা গিয়েছে। এদিকে এই নিয়ে মধ্যপ্রদেশে করোনায় আক্রান্ত হয়ে দ্বিতীয় মৃত্যুর ঘটনা ঘটল। হাসপাতাল সূত্রে খবর, ওই মহিলার বাইরে ভ্রমণের কোনও রেকর্ড নেই। তবে বেশকিছু দিন আগেই তাঁর রক্তের নমুনায় করোনা পজিটিভ ধরা পড়ে। তারপর থেকেই হাসপাতালের আইসোলেশনেই ছিলেন তিনি। এদিন দুপুরে মৃত্যু হয় ওই মহিলার।

অন্যদিকে, বুধবারই উজ্জয়িনীর এক বাসিন্দা করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। ফলে ওই মহিলাই হলেন মধ্যপ্রদেশের প্রথম। ব্যক্তি যিনি করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। বুধবার রাজ্যের ইন্দোরের এক সরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। ইন্দোর ডিভিশনাল কমিশনার আকাশ ত্রিপাঠি জানিয়েছেন, উজ্জয়িনীর বাসিন্দা ওই মহিলার বাইরে যাওয়ার কোনও রেকর্ড নেই।

তবে তিনি ভাইরাল ইনফেকশন নিয়ে উজ্জয়িনীতেই চিকিৎসাধীন ছিলেন। পরে তাঁকে ইন্দোরের একটি সরকারি হাসপাতালে এনে ভর্তি করা হয়। বুধবার মৃত্যু হয় তাঁর। শুধু তাই নয়, এখনও পর‍্যন্ত মধ্যপ্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০। এছাড়াও ইন্দোরের ৫ জনের দেহে করোনার জীবাণু মিলেছে। এদিকে মধ্যপ্রদেশে প্রথম করোনা আক্রান্তের হদিশ মেলে লন্ডন ফেরত এক তরুণীর দেহে।

এরপরই ধীরে-ধীরে ক্রমশ সেই সংখ্যা ঊর্ধ্বগামী হতে শুরু করেছে। যদিও করোনা মোকাবিলায় সব রাজ্যের মতই তৎপর মধ্যপ্রদেশ প্রশাসনও। প্রসঙ্গত, স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে এখনও পর‍্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে ৬০০ ওপরে। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছেন ৪২ জন। এছাড়াও নতুন করে আক্রান্তদের মধ্যো ৪৭ জন রয়েছেন বিদেশি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*