শুক্রবার সকালেই রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস সাংবাদিক বৈঠক করে একগুচ্ছ সুরাহার কথা ঘোষণা করেন। একদিকে যেমন রেপো রেট কমানোর কথা জানায় রিজার্ভ ব্যাঙ্ক, তেমনই ঘোষণা করে যে আপাতত তিন মাস ইএমআই পেমেন্ট নেওয়া স্থগিত রাখতে পারে সমস্ত কমার্শিয়াল ব্যাঙ্ক।
রিজার্ভ ব্যাঙ্কের ওই ঘোষণাকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুপুর ১ টা নাগাদ টুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “ভারতের অর্থনীতিকে করোনাভাইরাসের অভিঘাত থেকে সুরক্ষিত রাখতে আজ রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া একটা বড় পদক্ষেপ করেছে। রিজার্ভ ব্যাঙ্কের এই পদক্ষেপ বাজারে অর্থের যোগান বাড়াবে, ঋণের উপর সুদ কমবে, সেই সঙ্গে এই সিদ্ধান্ত মধ্যবিত্ত ও ব্যবসায়ীদেরও সুরাহা দেবে।”
শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক বড় ঘোষণা করেছে। বস্তুত রিজার্ভ ব্যাঙ্কের কাছে শিল্প মহল এবং সরকারের সুস্পষ্ট দাবি ও আর্জিও ছিল। তা হল, বাজারে টাকার জোগান বাড়ানোর যেন সবরকম চেষ্টা করা হয়। সেই সঙ্গে ঋণ শোধ দেওয়ার শর্ত যেন কিছুটা শিথিল করা হয়। এই দুই লক্ষ্যেই এদিন পদক্ষেপ করেছে রিজার্ভ ব্যাঙ্ক।
প্রথমত রেপো রেট কমিয়ে ব্যাঙ্কগুলিকে ঋণের উপর সুদের হার কমানো ও আরও বেশি করে ঋণ দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। তেমনই ইএমআই পেমেন্ট নেওয়া তিন মাস স্থগিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর জানিয়েছে, এদিন যে সব পদক্ষেপ করা হয়েছে তার ফলে বাজারে ৩ লক্ষ ৭৪ হাজার কোটি টাকার জোগান বাড়বে বলে আশা করা হচ্ছে।
Be the first to comment