গোটা ভারত যুদ্ধ করছে করোনাভাইরাসের বিরুদ্ধে। চলছে ২১ দিনের লকডাউন। এ রাজ্যেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের করোনা পরিস্থিতি জানতেই এই ফোন বলে সূত্রের খবর। জানা গিয়েছে, করোনা মোকাবিলায় রাজ্যের ভূমিকার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী।
কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, করোনা মোকাবিলায় প্রত্যেক রাজ্যের দায়িত্ব একজন ক্যাবিনেট মন্ত্রীকে দেওয়া হয়েছে। এ রাজ্যের দায়িত্বে রয়েছেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। তিনিও মুখ্যমন্ত্রীকে ফোন করে রাজ্যকে সহযোগিতার আশ্বাস দেন। ফোন করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সবরকম সহযোগিতার আশ্বাস দেন তিনিও।
যদিও এই পরিস্থিতিতে রাজ্যের থেকে যে বিপুল পরিমান টাকা কেন্দ্র সরকার প্রতি বছর সংগ্রহ করে, সেই টাকা মকুব করার কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ রাজ্যের বিজেপি নেতাদেরও কেন্দ্রের কাছে সেই দাবি জানাতে অনুরোধ করেছিলেন তিনি। রাজ্যের জন্য অবশ্য তিনি ২০০ কোটি টাকার ফান্ডও গড়েছেন। শুধু তাই নয়, নাগরিকদের সাহায্য চেয়ে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলও দিয়েছেন তিনি।
Be the first to comment