করোনা ছড়িয়ে দেওয়ার আর্জি জানিয়ে পোস্ট, কর্মীকে বরখাস্ত করলো ইনফোসিস

Spread the love

বাইরে গিয়ে বেশি করে হেঁচে করোনা ভাইরাস ছড়িয়ে দেওয়া হোক৷ সোশ্যাল মিডিয়ায় এমন পোস্ট করায় এক কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করল তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিস৷ বিবৃতি দিয়ে সংস্থার তরফেই এই খবর জানানো হয়েছে৷

করোনা সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে সরকারি, বেসরকারি সব ক্ষেত্রই চরম সতর্কতা গ্রহণ করেছে৷ তার মধ্যেই এমন দায়িত্বজ্ঞানহীন পোস্ট করে বসেন ওই ইনফোসিস কর্মী৷ অভিযোগ, নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, ‘আসুন সবাই মিলে হাতে হাত ধরে বাইরে গিয়ে প্রকাশ্যে হাঁচি৷ জীবাণুকে ছড়িয়ে দিই৷’

এই পোস্ট ছড়িয়ে পড়ার পরই বহু টুইটার ব্যবহারকারী তীব্র ক্ষোভ প্রকাশ করেন৷ নিজেদের কর্মীর এই অপকর্ম ইনফোসিস কর্তৃপক্ষের নজরে পড়ে৷ সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করে তারা৷ তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়াতেই কর্মীকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়৷

বিবৃতিতে ইনফোসিস জানিয়েছে, ওই কর্মীর করা সোশ্যাল মিডিয়া পোস্ট সংস্থার আচরণবিধির পরিপন্থী এবং সংস্থা সামাজিক দায়িত্ববোধের বিরোধী৷ সংস্থার তরফে জানানো হয়, ‘আমাদের এক কর্মীর করা সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে সংস্থার তদন্ত শেষ হয়েছে৷ আমরা বিশ্বাস করি তিনিই এই কাজটি করেছেন৷’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*