আগামী ৩ মাস বিল জমা না দিলেও কোনও পেনাল্টি নয়। ৩ মাস পর অতিরিক্ত মাশুল ছাড়াই বকেয়া বিল দেওয়া যাবে। এই মর্মে রাজ্য এবং বিদ্যুৎ সংস্থাগুলির কাছে প্রস্তাব পাঠাচ্ছে মোদী সরকার। এমনটাই সূত্রে জানা যাচ্ছে।
যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও নোটিফিকেশন আসেনি। তবে খুব শীঘ্রই বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলিকে ছাড় দেওয়ার জন্যে নির্দেশ বিদ্যুৎ মন্ত্রক পাঠাচ্ছে বলে জানা যাচ্ছে।
জানা যাচ্ছে, আগামী ৩১ মার্চ পর্যন্ত বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলির সিকিউরিটি মানি জমা করার ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে যাতে সংস্থাগুলির কোনও সমস্যা না হয় সেজণ্যেই এই সিদ্ধান্ত। পাশাপাশি আগামী তিনমাস টাকা জমা দেওয়ার ক্ষেত্রে যে নিয়ম অনুযায়ী ফাইন হয়, তা তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সারচার্জও লাগবে না।
Be the first to comment