সাধারণ মানুষের এই দুর্ভোগের জন্য আমি ক্ষমাপ্রার্থী: নরেন্দ্র মোদী

Spread the love

করোনাভাইরাসের সংক্রমণ রুখতে দেশজুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লকডাউন চলাকালীন সবাইকে বাড়ির ভেতরে থাকার নির্দেশ দিয়েছেন। জরুরি পরিষেবা ছাড়া সব কিছু বন্ধ। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের অনেক দুর্ভোগ হচ্ছে বলেও মনে করেন মোদী। আর তাই তিনি রবিবার মন কি বাত অনুষ্ঠানে প্রথমেই এই লকডাউনের পরিস্থিতিতে সাধারণ মানুষের দুর্ভোগের জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিলেন। বললেন, সাধারণ মানুষের এই দুর্ভোগের জন্য আমি ক্ষমাপ্রার্থী।

দেশজুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পরে একের পর এক পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। তাতে হয়তো সাধারণ মানুষের কিছুটা সমস্যা হয়েছে। এই সমস্যার জন্য প্রথমেই প্রধানমন্ত্রী বলেন, “আমি জানি এই লকডাউনের ফলে মানুষের অনেক সমস্যা হচ্ছে। অনেক দুর্ভোগ হচ্ছে। তার জন্য আমি দেশবাসীর কাছে ক্ষমাপ্রার্থী।”

এই লকডাউন যে মানুষের স্বাস্থ্য ও সুরক্ষার কথা মাথায় রেখেই নেওয়া হয়েছে, সেটা আরও একবার বললেন মোদী। তিনি বলেন, “মানুষ হয়তো ভাবছে আমি কী ধরনের প্রধানমন্ত্রী। কিন্তু লকডাউন ছাড়া আর কোনও উপায় ছিল না। এই লকডাউন আপনাদের এবং আপনাদের পরিবারের সুরক্ষার কথা ভেবেই নেওয়া হয়েছে। তাই দয়া করে আমাদের সঙ্গে থাকুন। ধৈর্য রাখুন। আরও বেশ কিছুদিন এই ধৈর্য আপনাদের রাখতে হবে।”

দেশের জনগণের বেশিরভাগ লকডাউনের সঙ্গে থাকলেও এখনও অনেকে এই লকডাউন মানছেন না বলেই অভিযোগ করেছেন মোদী। তিনি বলেন, “এখনও অনেকে লকডাউন মানছেন না। বাইরে বেরচ্ছেন। এটা খুবই কষ্টের। বিশ্বজুড়ে অনেক দেশ এই ভুল করেছে। এখন তারা ফল ভুগছে। তাই যাঁরা এখনও লকডাউন মানছেন না, তাঁদের বলছি, তাঁরা কিন্তু নিজেদের জীবন নিয়ে খেলছেন।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*