কর্মরত স্টেট ব্যাংকের কর্মীদের জন্য অতিরিক্ত বেতন

Spread the love

স্টেট ব্যাংক ঘোষণা করল, যে সব কর্মীরা এই সময় করোনাভাইরাস মোকাবিলার জন্য দেশজুড়ে ২১ দিনের লকডাউনের ‌ সময় শাখায় গিয়ে কাজ করছেন তাদের অতিরিক্ত পেমেন্ট দেওয়া হবে।‌ এসবিআই এক সার্কুলারে ঘোষণা করেছে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে‌ প্রতি ৬দিন কাজ করার জন্য একদিনের বেতন (বেসিক+বিএ) দেওয়া হবে‌ কর্মীদের যা শুরু হয়েছে ২৩ মার্চ থেকে এবং চলবে ১৪ এপ্রিল অথবা যতদিন লকডাউন চলবে।

ওই সার্কুলারে স্টেট ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে,এই চ্যালেঞ্জিং পরিস্থিতিতে যেভাবে কর্মীরা স্বার্থ ত্যাগ করে গ্রাহকদের পরিষেবা দিচ্ছে তার স্বীকৃতি স্বরূপ এটা অনুভব করা হয়েছে ওইসব কর্মীদের কিছু অতিরিক্ত পেমেন্ট করা দরকার। ব্যাংক যথেষ্ট সংবেদনশীল কর্মীদের উদ্বেগের ব্যাপারে এবং তাদের নিবেদিত প্রচেষ্টার প্রতি সংহতি দেখাতে।

এই অতিরিক্ত পেমেন্ট করা হবে সমস্ত কর্মীদের যারা ব্যাংকের শাখায়, সিপিসি, সিএসই, ট্রেজারি অপারেশন, গ্লোবাল মার্কেট, জিআইপসি এবং আইটি সার্ভিসে কর্মরত রয়েছেন। এই পেমেন্ট সংশ্লিষ্ট কর্মীদের দেওয়া হবে, এই মেয়াদকালের শেষে এইচ আর এম এস মারফত বলে জানানো হয়েছে। করোনাভাইরাস বিশ্বজুড়ে অতি মহামারী আকার ধারণ করেছে। আর তা আটকাতে এদেশে ইতিমধ্যে সরকার ২১ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে।

কিন্তু এই কঠিন সময়ে গ্রাহক পরিষেবা দিতে ব্যাংকের শাখা এবং সিপিসি নিরন্তন কাজ করে যাচ্ছেন। এইসব কর্মীদের এ কঠিন সময়ে কাজ চালিয়ে যাওয়ার জন্য ব্যাংকের পক্ষ থেকে টুইট করে স্যালুট জানানো হয়েছে। শুধু স্টেট ব্যাংক বলে নয়, এই কঠিন সময়ে যেসব সংস্থা কর্মীরা কাজ চালিয়ে পরিষেবা সচল রাখছে তাদের জন্য ইতিমধ্যেই কোন কোন সংস্থা অতিরিক্ত বেতনের কথা ঘোষণা করেছে।

যেমন তথ্যপ্রযুক্তি সংস্থা কগনিজেন্ট ঘোষণা করেছে, তাদের কর্মীদের (‌ যারা অ্যাসোসিয়েট অথবা তার তলার পদে রয়েছেন) মূল বেতনের থেকে ২৫ শতাংশ বেশি দেওয়া হবে এপ্রিল মাসে। বিশ্বজুড়ে করোনা ভাইরাস মহামারীর প্রেক্ষিতে এইসব কর্মীরা যেভাবে অস্বাভাবিকভাবে কাজ করে পরিষেবা সচল রেখেছে তার স্বীকৃতি স্বরূপ এই অতিরিক্ত বেতন দেওয়ার কথা বলেছে ওই তথ্য প্রযুক্তি সংস্থাটি ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*