লকডাউন এর ফলে গোটা রাজ্যের সাধারণ মানুষ এখন ঘরবন্দি। খাবারে টান পড়েছে দিন আনা মানুষদের। খেটে খাওয়া শ্রমিক থেকে রিকশাচালক, ফুটপাথ বাসীদের খাবার পৌঁছে দিতে ইতিমধ্যেই রাস্তায় নেমেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের সমাজকল্যাণ ও নারী মন্ত্রী তথা শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শশী পাঁজা ১২/৫, নীলমণি মিত্র স্ট্রীটের বাসিন্দাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন।
দুর্বার মহিলা সমিতির সঙ্গে যোগাযোগ করে এবং ইস্কনের সহায়তায় সোমবার সেখানে চাল, ডাল, আলু, আটা এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করবেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। শুধু তাই নয় মঙ্গলবার থেকে যৌনকর্মী ও তাদের পরিবারকে নিয়মিত দুবেলা খাওয়ানোর ব্যবস্থা তিনি নিজের উদ্যোগেই করেন।
করোনার প্রকোপ পড়েছে যৌনপল্লীতেও। অর্থাভাবে দিনের পর দিন না খেয়ে রয়েছেন যৌনকর্মীরা। একহাজারেরও বেশি যৌনকর্মী রয়েছেন এই মুহূর্তে।
শনিবার নিজের বিধানসভা কেন্দ্রের মধ্যে পোস্তা বাজার, খোট্টা বাজার, নতুন বাজার এলাকা ঘুরে দেখেন মন্ত্রী। সাধারণ মানুষ নির্দিষ্ট দূরত্ব মেনে সেখানে কেনাকাটা করছে কিনা খেয়াল রাখেন সেদিকেও।
Be the first to comment