মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্য এক কোটি টাকা প্রদান করলেন প্রতিমা মন্ডল

Spread the love

করোনা ভাইরাসে আক্রান্ত সারা রাজ্য সহ সারা দেশ। আর এই করোনা মোকাবিলায় সারা দেশজুড়ে চলছে লকডাউন। সাধারণ খেটে খাওয়া গরীব মানুষদের জন্য এসময়ে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল গঠন করা হয়েছে। আর মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে নিজের সাংসদ তহবিলের ১ কোটি টাকা তুলে দেওয়ার আবেদন করলেন জেলা শাসক পি উলগানাথনের কাছে জয়নগরের সাংসদ প্রতিমা মন্ডল। গরিব মানুষের কাজে ব্যবহারের জন্য জয়নগর সাংসদ প্রতিমা মন্ডল তাঁর সাংসদ তহবিলের এক কোটি টাকার আবেদন শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের কাছে তুলে দিলেন।

এ ব্যাপারে সাংসদ বলেন, এই সময় আমরা কঠিন পরিস্থিতির ভেতর দিয়ে চলছি। আমরা সবাই মানুষের পাশে থাকতে চাই, কাজ করতে চাই। আর গরিব মানুষদের জন্য মুখ্যমন্ত্রীর এই প্রচেষ্টায় আমিও সামিল হতে পেরে নিজেকে ভালো লাগছে। তাই আমি আমার সাংসদ তহবিলের এক কোটি টাকা জেলা শাসকের কাছে দেবার আবেদন করলাম।

আশাকরি এই সহযোগিতায় গরিব খেটে খাওয়া মানুষ কিছুটা হলেও সহযোগিতা পাবে। আমরা চাই ভারত এই করোনা ভাইরাস মুক্ত হোক।তাই সুস্থ থাকুন। ভালো থাকুন। বাড়িতে থাকুন এটাই চাইবো আপনাদের কাছ থেকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*