করোনা তহবিলে ৫০ লক্ষ টাকা দিলেন সাংসদ নুসরত জাহান

Spread the love

বসিরহাটবাসীদের জন্য বড় ঘোষণা তৃণমূলের তারকা সাংসদ নুসরত জাহানের। করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দিলেন ৫০ লক্ষ টাকা। দেব এবং মিমি চক্রবর্তীর পর এবার করোনার বিরুদ্ধে লড়াইয়ে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বসিরহাটের সাংসদ নুসরত জাহান।

গতকাল অর্থাৎ শনিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ অনুসরণ করে রাস্তায় নেমেছিলেন আমজনতাকে ভরসা জোগাতে। লকডাউন পরিস্থিতির মাঝে মুখে মাস্ক, হাতে গ্লাভস পরে সচেতনবার্তা দিয়ে এসেছেন চেতলা বাজারে। এবার COVID-19 মোকাবিলায় নিজের সাংসদ তহবিল থেকে ৫০ লক্ষ টাকা দান করলেন অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান। প্রদান করা এই অর্থ তাঁর নিজস্ব সংসদীয় এলাকায় করোনা মোকাবিলার কাজে লাগানো হবে।

শনিবার নুসরতের তহবিল থেকে এই টাকা প্রদান করা হয়েছে। শুধু বসিরহাটবাসীই নয়, স্বাস্থ্যকর্মীদের দিকেও নজর রেখেছেন সাংসদ। বসিরহাট এলাকায় যত হাসপাতাল রয়েছে, সেখানকার স্বাস্থ্যকর্মীরা যাতে প্রত্যেকে যথাযথ মাস্ক, স্যানিটাইজার, গ্লাভস পান এবং করোনা চিকিৎসায় যাতে কোনওরকম খামতি না থাকে, সেই জন্যই নিজের সাংসদ তহবিল থেকে ৫০ লক্ষ প্রদান করেছেন নুসরত জাহান।

এছাড়াও করোনা মোকাবিকায় প্রয়োজনীয় টেস্ট কিট এবং যাবতীয় সরঞ্জাম কেনার জন্যেও সাংসদের এই অনুদান থেকে টাকা ব্যায় করা হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, বসিরহাটের হাসপাতালগুলিতে আইসোলেশন ওয়ার্ডের কাজেও লাগানো হবে এই টাকা। নুসরতের এমন উদ্যোগে স্বাভাবিকবশতই খুশি বসিরহাটবাসী।

প্রসঙ্গত, শুক্রবার ঘাটালের জন্য ১ কোটি টাকা নিজের সাংসদ তহবিল থেকে দিয়েছেন দেব। অন্যদিকে যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তীও ব্যক্তিগতভাবে ১ লক্ষ টাকা এবং নিজের তহবিল থেকে ৫০ লক্ষ টাকা দান করেছেন ওয়েস্ট বেঙ্গল স্টেট এমার্জেন্সি রিলিফ ফান্ডে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*