এ বার করোনা-যুদ্ধে দেশ পাশে পেলো আর এক শিল্পপতিকে। জেএসডব্লিউ গ্রুপের পর প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০০ কোটি টাকা দান করল আদানি ফাউন্ডেশন।
আদানি কর্তা গৌতম আদানি তাঁর ট্যুইটার হ্যান্ডেলে এই খবর জানিয়েছেন। তিনি লেখেন, ‘COVID-19-এর যুদ্ধে শামিল হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ত্রাণ তহবিলে ১০০ কোটি টাকা দান করেছে আদানি ফাউন্ডেশন। এরকম একটা সময়ে সরকার ও নাগরিকদের সাহায্যে অতিরিক্ত সাহায্যও প্রদান করবে আদানি গ্রুপ।’
এর আগে, করোনাভাইরাসের কারণে উদ্ভুত সংকটজনক পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০০ কোটি টাকা দান করে সজ্জন জিন্দালেক JSW গ্রুপ। পাশাপাশি কোম্পানির কিছু ফেসিলিটি সেন্টারকে আইসোলেশন ওয়ার্ড করতেও তারা তৈরি বলে জানিয়েছে। কোম্পানির তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, ‘জেএসডব্লিউ গ্রুপের প্রত্যেক কর্মী PM-CARES তহবিলে ন্যূনতম একদিনের বেতন দান করেছেন। অনেক কর্মীই তার থেকেও বেশি দান করার ইচ্ছেপ্রকাশ করেন।’
এই অর্থ স্বাস্থ্য পরিষেবায় নতুন ভেন্টিলেটর ব্যবস্থা আমদানি, পরীক্ষার কিট, মাস্ক, গ্লাভস প্রভুতি প্রয়োজন মেটানোর জন্য তৈরি করা হয়েছে বলে তিনি জানান। জেএসডব্লিউ গ্রুপের চেয়ারম্যান সজ্জন জিন্দাল জানিয়েছেন, ‘আমরা সবসময় পরিস্থিতির দিকে নজর রাখছি। করোনাভাইরাসকে ঠেকাতে সরকারের প্রচেষ্টার সঙ্গে সবসময় পাশে আছে JSW গ্রুপ। সবরকম সাহায্যে আমরা তৈরি।’
করোনায় দেশবাসীকে সাহায্যে পাশে দাঁড়িয়েছে বিনোদন ও ক্রীড়া জগতও।
Be the first to comment