করোনাভাইরাস রুখতে আচমকা লকডাউন ঘোষণা হওয়ায় মানুষের মনে বিস্তর প্যানিক ও দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে এ কথা জানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
লকডাউনে গরিবদের দুর্দশার কথা তুলে ধরে রাহুল চিঠিতে লিখেছেন, ‘ভারতের অবস্থা অন্য জায়গার থেকে আলাদা, এটা আমাদের আবুঝতে হবে। অন্যান্য বড় দেশগুলি যে লকডাউনের নীতি নিয়েছে, আমাদের তার থেকে অন্য কিছু করা উচিত ছিল।’
দেশে বহু মানুষ দিন আনে দিন খায়, এ কথা মনে করিয়ে দিয়ে রাহুল লিখেছেন, ‘সম্পূর্ণ আর্থিক লকডাউনে করোনাভাইরাসের মৃত্যুর সংখ্যা আরও বাড়বে।’ তাঁর কথায়, ‘হঠাত্ লকডাউনে বিরাট প্যানিক ও দ্বন্দ্ব তৈরি হয়েছে। কারখানা, ছোট শিল্প, নির্মাণ শিল্প সম্পূর্ণ বন্ধ। বাড়ি ফিরতে কঠিন সফর করতে হচ্ছে হাজার হাজার ভিন রাজ্যের শ্রমিকদের।’
Be the first to comment