আরও দুই করোনা-পজিটিভ কলকাতায়, এ রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২০

Spread the love

রাজ্যে এই প্রথম করোনায় আক্রান্ত কোনও চিকিৎসক। জানা গিয়েছে, আলিপুর কম্যান্ড হাসপাতালে কর্মরত তিনি। বছর ৫০-এর উপর। পেশায় এই অ্যানাসথেটিস্ট এই ব্যক্তির সোয়াব নমুনা পাঠানো হয় নাইসেডে। রবিবার বিকেলে সেই রিপোর্ট পজিটিভ আসে।

স্বভাবতই স্বাস্থ্যমহল এই বিষয়ে অত্যন্ত উদ্বিগ্ন, কারণ করোনা আক্রান্ত অবস্থাতেই ওই চিকিৎসক বহু রোগী দেখেছেন এবং যেহেতু তিনি ক্রিটিক্যাল কেয়ারের সঙ্গে যুক্ত তাই রোগীদের অত্যন্ত ঘনিষ্ঠ সংস্পর্শে তাঁকে আসতে হয়েছে।

অতএব ওই চিকিৎসকের দ্বারা তাঁর রোগীদের সংক্রামিত হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। পাশাপাশি করোনা পজেটিভ কোনও রোগীর সংস্পর্শে এসে তাঁর সংক্রমণ হয়েছে কিনা সেই বিষয়টিও খুঁটিয়ে দেখা দরকার।

প্রাথমিক ভাবে জানা যাচ্ছে সম্প্রতি দিল্লি গিয়েছিলেন ওই চিকিৎসক। তারপর সুস্থই ছিলেন। ১৭ মার্চ দিল্লি থেকে ফেরেন। এরপর হঠাৎই নানা উপসর্গ দেখা দেয়। এরপর হাসপাতালেই আইসোলেশনে ছিলেন তিনি। নানা উপসর্গ দেখা দেওয়ায় তাঁর নমুনা পাঠানো হয় নাইসেডে। সেখান থেকে আজ রিপোর্ট আসে।

এছাড়াও আরও এক জন আক্রান্তের বয়স ৬৬ বছর। জানা গিয়েছে, তীব্র শ্বাসকষ্ট নিয়ে সম্প্রতি একটি বেসরকারি হাসপাতালে ভরতি হন ৬৬ বছর বয়সী ওই প্রৌঢ়। করোনার একাধিক লক্ষণে দেখা দেওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তির সোয়াব নমুনা পরীক্ষার জন্য নাইসেডে পাঠানো হয়েছিল। এ দিন রাতে সেই রিপোর্ট হাতে পান রাজ্যের স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। ওই ব্যক্তি করোনায় আক্রান্ত বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*