যে সব রিপোর্ট ২১ দিনের বেশি লকডাউন চলতে পারে বলে জানাচ্ছিল তা ভিত্তিহীন বলে জানিয়ে দিল কেন্দ্র। সোমবার এই ধরনের সমস্ত তথ্যকে গুজব বলে জানাল কেন্দ্র। প্রেস ইনফরমেশন ব্যুরো জানাচ্ছে, “বেশ কিছু মিডিয়া রিপোর্ট এবং গুজবে দাবি করা হচ্ছে, ২১ দিনের লকডাউন শেষ হয়ে গেলে সরকার তার মেয়াদ বাড়াবে। কেবিনেট সেক্রেটারি এই ধরনের রিপোর্টকে মানতে নারাজ এবং বলেন, এই রিপোর্ট ভিত্তিহীন।”
কেবিনেট সেক্রেটারি রাজীব গুহ এই ধরনের খবরকে অস্বীকার করে জানিয়েছেন, ” আমি এই ধরনের প্রতিবেদনগুলি দেখে অবাক, লকডাউন বাড়ানোর কোনও পরিকল্পনা নেই।”
দেশজুড়ে করোনার বিস্তার রোধে গত মঙ্গলবার লকডাউনের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২১ দিনের জন্য লকডাউনের ঘোষণা করা হয়েছিল। মোদী জানিয়েছিলেন, নিত্য প্রয়োজন ছাড়া কেউ যাতে বাড়ির বাইরে না বেরোয়।
লকডাউনের ফলে সমস্ত গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। বাড়ির বাইরে অপ্রয়োজনীয় যাতায়াতও বন্ধ রাখা হয়েছে। করোনা ভাইরাস মহামারী চলাকালীন বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় নয় এমন সমস্ত দোকান এবং পরিষেবাও স্থগিত করা হয়েছে।
দেশের হিসেবে আক্রান্তের সংখ্যা ১১৪০। এর মধ্যে ২৭ জনের মৃত্যু হয়েছে এবং সেরে উঠেছেন ১০২ জন। সব মিলিয়ে এখনই করোনা থেকে স্বস্তি পাচ্ছে না ভারত। কোনও ভাবেই দেশ যাতে তৃতীয় স্টেজে না যায় তার জন্যই আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন সকলে।
Be the first to comment