শুক্রবার জো ডিফি নিজেই জানিয়েছিলেন তাঁর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। জো ডিফির পাবলিসিস্ট স্কট অ্যাডকিনস জানিয়েছেন রবিবার টেনিসের ন্যাশভিলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৬১ বছরের ডিফি।
ওকলাহোমার তুলসায় জন্ম ডিফির। ২৫ বছরের বেশি সময় ধরে গ্র্যান্ড ওল ওপ্রি-র সদস্য ছিলেন তিনি। তাঁর জনপ্রিয় গানের মধ্যে রয়েছে Honky Tonk Attitude, Prop Me Up Beside the Jukebox (If I Die), Bigger Than the Beatles এবং If the Devil Danced (In Empty Pockets)।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে নোয়ামি জুড বলেন, ‘কান্ট্রি মিউজিক আজ এক উজ্জ্বল নক্ষত্র হারাল।’ তাঁর অনন্য কাজের জন্যে গ্র্যামি পুরস্কারও পেয়েছেন জো ডিফি। তানিয়া টাকার বলেন, ‘আমার বন্ধু এবং সাম্প্রতিক সময়ের অন্যতম শ্রেষ্ঠ গায়ক আজ চলে গেলেন। আমরা সমবয়সী। খুব ভয় করছে। ওঁর আওয়াজ, হাসি, গান সবকিছু ভীষণ মিস করব।’
Be the first to comment