তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে উঠল গার্ডেনরিচের রামনগর এলাকা। চলে বোমাবাজি । এই ঘটনায় ইতিমধ্যেই সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
জানা গিয়েছে, রবিবার গার্ডেনরিচের রামনগর এলাকায় এমন ঘটনা ঘটে বলে অভিযোগ। গতরাতে ১৩৭ নম্বর ওয়ার্ডে গিয়ে খাবার বিলি শুরু করেন ১৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামস ইকবালের বোন। অন্য ওয়ার্ডের কাউন্সিলরের আত্মীয় কেন ১৩৭ নম্বর ওয়ার্ডে এসে খাবার বিলি করছেন তা নিয়ে শুরু হয় অশান্তি। ১৩৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রহমত আলম আনসারির অনুগামীরা তাঁদের ওপর চড়াও হয় বলে অভিযোগ। খাবার বিলির সময় এলাকায় ভিড় জমে যায় বলেও অভিযোগ। যা নিয়ে আপত্তি জানান এলাকার বাসিন্দারা। আর সেই ঘটনার সূত্র ধরে ওই দুই কাউন্সিলরের অনুগামীদের মধ্যে গন্ডগোল বাধে৷ ঘটনায় হস্তক্ষেপ করতে গেলে গার্ডেনরিচের পুলিশকর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ।
পুলিশ সূত্রে খবর, দুই কাউন্সিলরের অনুগামীরা একে অপরকে লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে। চলে বোমাবাজিও। ঘটনায় কয়েকটি বাইক ও অ্যাম্বুলেন্সে ভাঙচুর চালানো হয়। ভাঙচুর চালানো হয় কয়েকটি বাড়িতেও। পরে পুলিশ গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷
স্থানীয় সূত্রে খবর, ওই দুই কাউন্সিলরের মধ্যে কোনও কালেই বনিবনা হয়নি । দু’জন তৃণমূলের দুই শীর্ষ নেতার অনুগামী । সেই সূত্র ধরে দু’জনের অনুগামীদের মধ্যে ছোটোখাটো গন্ডগোল লেগেই থাকে ।
Be the first to comment