COVID-19: শেওড়াফুলির আক্রান্তের শারীরিক অবস্থার অবনতি

Spread the love

সল্টলেকের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন কোরোনা সংক্রমিতের শারীরিক অবস্থার আরও অবনতি হল । আজ বিকালে তাঁকে ভেন্টিলেশনে পাঠানোর সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ ।

কোরোনায় সংক্রমিত সন্দেহে সল্টলেকের বেসরকারি হাসপাতালে ২৮ মার্চ ভরতি হয়েছিলেন শেওড়াফুলির ওই ব্যক্তি । ৫৯ বছর বয়সি ওই ব্যক্তির শরীরে ভাইরাস সংক্রমণের খবর গতকালই নিশ্চিত করেছিল রাজ্য স্বাস্থ্য দপ্তর ৷ স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছিল, জ্বর এবং সর্দি-কাশির সমস্যা থাকায় বেসরকারি ওই হাসপাতালে এই ব্যক্তিকে গত শনিবার ভরতি করা হয়েছিল। ১৬ মার্চ থেকে তিনি জ্বরে ভুগছিলেন । সঙ্গে সামান্য শ্বাসকষ্টও ছিল। ২২ মার্চ থেকে সমস্যা বাড়তে শুরু করে । পাশাপাশি সংক্রমিত ওই ব্যক্তির ডায়াবেটিস এবং হাইপারটেনশনের সমস্যাও রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর।

এদিকে, শ্বাসকষ্টের সমস্যা থাকায় গতকাল হাসপাতালের ICCU-তেই রাখা হয় সংক্রমিত ওই ব্যক্তিকে । হাসপাতাল সূত্রে খবর, আজ তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। শ্বাসকষ্টের সমস্যা আরও বেড়ে গেছে। । এর পরে আজ বিকালে তাঁকে ভেন্টিলেশেনে রাখার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*