করোনা ভাইরাস ঠেকাতে এবার সাহায্যের হাত বাড়াল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। প্রধানমন্ত্রীর কেয়ারস ফাণ্ডে করোনা ভাইরাস মোকাবিলায় ৫০০ কোটি দেওয়ার ঘোষণা করলো রিলায়েন্স।
জানা গিয়েছে, মূলত করোনা ভাইরাস মোকাবিলায় স্বাস্থ্যক্ষেত্রকে আরও শক্তিশালী করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। COVID 19 মোকাবিলায় বিভিন্ন ক্ষেত্রের মানুষ এগিয়ে এসেছেন, আসছেন। পাশে দাঁড়াচ্ছেন দেশের প্রধানমন্ত্রীর। ক্রমবর্ধমান করোনা আক্রান্তের সংখ্যায় আরও আতঙ্ক ছড়াচ্ছে যা মূলত ভয়ের জন্ম দিচ্ছে। এই পরিস্থিতি থেকে সাধারণকে মুক্ত করতে দ্রুততার সঙ্গে কাজ করছে কেন্দ্রীয় সরকার।
রিলায়েন্সের তরফে জানা গিয়েছে, #PMCARES ফান্ডে ৫০০ কোটি ছাড়াও মহারাষ্ট্র এবং গুজরাত সরকারকে আলাদা করে ৫ কোটি টাকা করে দেওয়া হবে।
করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পিএম কেয়ার ফান্ডে দেশবাসীকে মুক্ত হস্তে দান করার আবেদন জানিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদীর ডাকে সাড়া দিয়ে ইতিমধ্যেই সেই ফান্ডে ৫০০ কোটি টাকা দিয়েছে টাটা ট্রাস্ট। এরই পাশাপাশি সেই ফান্ডে ২৫ কোটি টাকা দিয়েছেন অভিনেতা অক্ষয় কুমার।
করোনা ভাইরাসের থাবায় সকলে স্তম্ভিত, সেই সময় বড়সড় ঘোষণা। দেশকে বাঁচাতে বিশেষ তহবিল ‘পিএম কেয়ার ফান্ড’ তৈরি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই তহবিলে ২৫ কোটি টাকার অনুদান দিচ্ছে পতঞ্জলি, শনিবার এমনটাই জানিয়েছেন যোগগুরু রামদেব।
করোনা ভাইরাসের সংক্রমণের কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি চ্যারিটেবল ফান্ডের গঠন করেছেন। নাম পিএম কেয়ার্স। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই ট্রাস্টের চেয়ারম্যান, আর স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা এই ফান্ডের সাথে সরাসরি যুক্ত রয়েছেন।
ইতিমধ্যেই রেলমন্ত্রকের তরফে পীয়ূষ গয়াল জানিয়েছেন, পিএম কেয়ার ফান্ডে ১৫১ কোটি টাকা দান করবে ভারতীয় রেল।
Be the first to comment