রাজ্যে করোনা আক্রান্ত হয়ে আবারও মৃত্যু। হাওড়া হাসপাতালে মৃত্যু হল মাঝবয়সী এক মহিলার। এই নিয়ে রাজ্যে করোনায় মৃত বেড়ে ৩। নতুন করে আরও ৩ আক্রান্তের খোঁজ মিলেছে বাংলায়। রাজ্যে করোনা আক্রান্ত বেড়ে ২৬।
হাওড়া হাসপাতালে মৃত্যু হল ৪৮ বছরের এক মহিলার। সম্প্রতি ওই মহিলা ডুয়ার্স থেকে ফিরেছিলেন বলে জানা গিয়েছে। রবিবার দুপুরে জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে ওই মহিলা হাওড়া হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁর করোনার উপসর্গ ছিল বলে জানান চিকিৎসকরা।
অসুস্থ মহিলার লালারসের নমুনা সংগ্রহ করে পাঠানো হয় করোনা পরীক্ষার জন্য। কিন্তু সেই রিপোর্ট আসার আগেই সোমবার দুপুরে হাসপাতালে মৃত্যু হয় ওই মহিলার। ওই মহিলার চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক-নার্স ও অন্য স্বাস্থ্যকর্মীদের কোয়ারেন্টাইন রাখা হয়েছে। আর কাদের সংস্পর্শে এসেছিলেন ওই মহিলা তাও খতিয়ে দেখছে স্বাস্থ্য দফতর।
নতুন করে রাজ্যে আরও তিন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। আক্রান্ত দু’জন ঢাকুরিয়া ও সল্টলেকের আমরি হাসপাতালে চিকিৎসাধীন। আক্রান্ত হয়েছেন পশ্চিম মেদিনীপুর দাসপুরের এক যুবক। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন ওই যুবক। অসুস্থ যুবকের পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ২২ মার্চ মুম্বই থেকে রাজ্যে ফেরেন ওই যুবক।
আক্রান্ত এই তিনজন কাদের সংস্পর্শে এসেছিলেন, পরিবারের সঙ্গে কথা বলে তা জানার চেষ্টা করছে স্বাস্থ্য দফতর। সাহায্য নেওয়া হচ্ছে স্থানীয় প্রশাসনের। এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২৬।
করোনা মোকাবিলায় রাজ্যের ২২ জেলায় করোনা সেন্টার তৈরীর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এব্যাপারে ইতিমধ্যে শ্রমিকদের সঙ্গে কথা বলেছে স্বাস্থ্য ভবন। করোনা সেন্টার তৈরি করতে এই মুহূর্তে কি কি সাহায্য প্রয়োজন তা জানতে চাওয়া হয়েছে সিএমওএইচদের কাছে। জেলার হাসপাতালগুলির পরিকাঠামোগত অবস্থা সম্পর্কেও সিএমওএইচদের কাছে তথ্য জানতে চেয়েছে স্বাস্থ্য ভবন।
Be the first to comment