পুলিশকর্মীদের খোঁজ নিতে লালবাজার-ভবানীভবনে গেলেন মমতা

Spread the love

নবান্ন থেকে বেরিয়ে মঙ্গলবার লালবাজারে যান মুখ্যমন্ত্রী। সেখানে পুলিশকর্মীদের উদ্দেশ্যে একগুচ্ছ বার্তা দিলেন তিনি। কামনা করলেন সুস্থতার। খতিয়ে দেখলেন কতটা সুরক্ষিত রয়েছেন পুলিশকর্মীরা। পাশাপাশি দিলেন উপদেশ, জানালেন ধন্যবাদও।

এর আগে স্বাস্থ্যসুরক্ষা পরিষেবা খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী গেছেন হাসপাতালগুলিতে। কোরোনা সংক্রমণেের বিরুদ্ধে লড়াইয়ে একেবারে ফ্রন্টলাইনে থাকা স্বাস্থ্যকর্মীদের বিষয়ে খোঁজখবর নিয়েছেন তিনি। দিয়ে এসেছেন সুরক্ষার সরঞ্জাম। আর এবার খোঁজখবর নিলেন পুলিশকর্মীদের। আজ দুপুরে নবান্ন থেকে বেরিয়ে তিনি সোজা চলে যান লালবাজারে। সিঁড়ি দিয়েই ওঠেন দোতলায়। যান পুলিশ কমিশনার অনুজ শর্মার চেম্বারে। সেখানেই কিছুক্ষণ সময় কাটানোর পাশাপাশি দেন প্রয়োজনীয় নির্দেশ। ঘুরে দেখেন পুলিশ কমিশনারের ঘর।

এরপর তিনি পুলিশকর্মীদের ফিজিক্যাল ডিসট্যান্সিং আরও ভালোভাবে মানার জন্য অনুরোধ করেন। তিনি বলেন, আপনারা কিন্তু সোশাল ডিসট্যান্সিং মানছেন না সেভাবে। এটি মেনে চলুন। আপনাদের মাস্কগুলোও কিন্তু ভালো নয়। লালবাজার থেকে বেরোনোর আগে পুলিশকর্মীদের বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি আপনারাও একেবারে সামনের সারিতে থেকে লড়াই করছেন। আপনাদের ধন্যবাদ। আপনারা নিজেদের সুরক্ষার বিষয়টি নজর রাখবেন।

এরপর লালবাজার থেকে বেরিয়ে ভবানীভবনে যান মুখ্যমন্ত্রী। ভবানীভবনেও পুলিশকর্মীদের অনেকের মুখে মাস্ক লাগানো ছিল না। তা দেখে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন অবিলম্বে তাঁদের জন্য মাস্কের ব্যবস্থা করার। সেখানেও তিনি পুলিশকর্মীদের সুরক্ষার বিষয়ে খোঁজ-খবর নেন ৷

দেখুন ভিডিও!

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/214203732976344/?t=5
https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/519247771982468/?t=8

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*