রাজ্যে আরও ১০ আক্রান্তের খোঁজ, করোনা আক্রান্ত বেড়ে ৩৭, মৃত ৫

Spread the love

বাংলায় করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ছিল ২৭। তখনও ইতিবাচক বিষয় ছিল যে এদিন বিকেলেই তিন জন আক্রান্তকে সুস্থ ঘোষণা করে বাড়ি পাঠানো হয়। কিন্তু সন্ধ্যা গড়াতেই যে ভাবে এনআরএস এবং হাওড়ার গোলাবাড়ি থেকে মৃত্যু সংবাদ এসেছে তাতে উদ্বেগ বেড়েছে স্বাস্থ্য ভবনের। সেই সঙ্গে আরও আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে আরও, মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭। এক কথায় বলতে গেলে, শুধু মঙ্গলবারই আক্রান্তের সংখ্যা আরও দশ জন বেড়ে গেল। মৃতের সংখ্যা বেড়ে হল ৫।

মঙ্গলবার সকালে জানা গিয়েছিল, টালিগঞ্জের এক মহিলা ঢাকুরিয়া আমরি হাসপাতালে ভর্তি আছেন তার শরীরে নোভেল করনা ভাইরাসের সংক্রমণ মিলেছে এসএসকেএমের পরীক্ষাগারে। পঞ্চাশের বেশি বয়স এক ব্যক্তি ভর্তি সল্টলেক আমরি হসপিটালে, তাঁর শরীরেও সংক্রমণ মিলেছে। পশ্চিম মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি থাকা এক যুবকের আক্রান্ত হওয়ারও খবর আসে। পাশাপাশি জানা যায়, হাওড়া জেলা হাসপাতালে মৃত মহিলার রিপোর্ট পজিটিভ। সব মিলিয়ে ততক্ষণে রাজ্যে আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ২৭। মৃতের সংখ্যা দাঁড়ায় ৩।

কিন্তু মঙ্গলবার সন্ধ্যার পরেই গোটা চিত্রটি বদলে যায়। আরও ১০ জনের আক্রান্ত হওয়ার খবর মেলে। যার মধ্যে এদিন সন্ধ্যায় দু’জনের মৃত্যু হয়েছে। ৫২ বছরের এক ব্যক্তিকে দিন হাওড়ার গোলাবাড়ি আইএলএস হাসপাতালে মারা যান। অন্যদিকে এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান ৬২ বছরের আরও এক ব্যক্তি। এদিন সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর পরে তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে। ফলে নিশ্চিত হওয়া গেছে, করোনা আক্রান্ত হয়েই মারা গেছেন তিনি।

পাশাপাশি খবর আসে, আলিপুরের কমান্ড হাসপাতালের আক্রান্ত চিকিৎসকের ছেলে, মেয়ে এবং স্ত্রী– তিন জনের শরীরে মিলেছে নোভেল করোনাভাইরাসের সংক্রমণ। এছাড়াও শ্রীরামপুরের দুই ব্যক্তির শরীরেও মিলেছে করোনা-সংক্রমণ। এগরাতেও এক ব্যক্তির শরীরে সংক্রমণ মিলেছে। আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন আরও এক ব্যক্তির শরীরে মিলেছে সংক্রমণ। দমদম আইএলএস হাসপাতালে ইতালির মিলান ফেরত এক প্রবীণের শরীরে মিলেছে সংক্রমণ।

স্বাস্থ্য ভবনের মঙ্গলবার সন্ধের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে পাঠানো হয়েছে আরও ৮৭ জনকে। সেইসঙ্গে ৫২ জনের রিপোর্ট পাওয়া গিয়েছে। তার মধ্যে পজিটিভ রেজাল্ট পাওয়া গিয়েছে পাঁচ জনের। সোমবার রাতে হাওড়ার হাসপাতালে যে রোগীর মৃত্যু হয়েছে তাঁর শরীরের নমুনা পরীক্ষা করেও পজিটিভ পাওয়া গিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*