এনআরএস হাসপাতালে আইসোলেশনে থাকা এক ব্যক্তির মৃত্যু হল আজ রাত ন’টা নাগাদ। নভেল করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে চিকিৎসা চলছিল। তাঁর নমুনাও পাঠানো হয়েছিল ল্যাবে। আজ রাতে রিপোর্ট আসে, পজিটিভ। ততক্ষণে মারা গিয়েছেন তিনি।
হাসপাতাল সূত্রের খবর, ৬২ বছরের এই ব্যক্তিকে গতকাল ভর্তি করানো হয় এনআরএস-এ। জ্বর ও শ্বাসকষ্ট ছিল তাঁর। আজ, মঙ্গলবার অবস্থার অবনতি হলে পরিবার বেলভিউ হাসপাতালে নিয়ে যেতে চেয়েছিল। কিন্তু করোনা সংক্রমণের সন্দেহ থাকায় এবং আইসোলেশনে ভর্তি থাকায়, রোগীকে অন্যত্র সরানোর অনুমতি দেননি হাসপাতাল কর্তৃপক্ষ। অপেক্ষা ছিল রিপোর্ট আসার।
কিন্তু রাতেই মারা যান তিনি। স্বাভাবিক ভাবেই এই মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়ায় হাসপাতালে। আতঙ্ক বাড়িয়ে রিপোর্ট আসে কিছুক্ষণ পরে। জানা যায়, করোনাভাইরাসেই সংক্রামিত ছিলেন তিনি।
Be the first to comment