করোনায় বিশ্বে মৃতের সংখ্যা ছাড়ালো ৪২ হাজার

Spread the love

বিশ্বে কোরোনায় মৃত বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৩৩৪ জন। শীর্ষে রয়েছে ইট্যালি। তারপরই রয়েছে স্পেন। অ্যামেরিকাতেও গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮৬৫জনের। অ্যামেরিকার পরই আক্রান্তের নিরিখে রয়েছে চিন, জার্মান, ফ্রান্স, ইরান ।

বিশ্বে কোরোনার জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ইট্যালি । বিশ্বে মৃত্যুর ৩০ শতাংশই হয়েছে এখানে । শুক্রবার একদিনে ৯১৯ জনের মৃত্যু হয়েছে সেখানে । শনি, রবি ও সোমবার যথাক্রমে মৃত্যু হয়েছে ৮৮৯, ৭৫৬ ও ৮১২জনের । ইট্যালির পরই রয়েছে স্পেন। এখানে একদিনে ৮৪৯জনের মৃত্যু হয়েছে । ইট্যালির পর বিশ্বের দ্বিতীয় দেশ স্পেন । যেখানে প্রায় আট হাজার মানুষের মৃত্যু হয়েছে । শনি ও রবিবার যথাক্রমে ৮১২ও ৮৩৮ জনের মৃত্যু হয়েছে । স্পেনে এ পর্যন্ত মোট কোরোনা আক্রান্তের সংখ্যা ৯৪ হাজার ৪১৭ । ইট্যালির সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা লমবার্ডি । এখনও পর্যন্ত সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে এখানে । অন্যদিকে, পার্শ্ববর্তী এলাকা পিয়েডমন্টে এখনও পর্যন্ত শতাধিক মানুষের মত্যু হয়েছে । আক্রান্তদের মধ্যে ১৫ হাজার মানুষ সুস্থও হয়েছে ।

অ্যামেরিকায় আক্রান্তের সংখ্যা এক লাখ ৮৮ হাজার ৫৭৮ জন । এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ হাজার ৫৪ জনের । পরিসংখ্যান বলছে আগামী দু’সপ্তাহে যা পৌঁছাতে পারে ২ লাখ ৪০ হাজারে । চিনের হুবেই প্রদেশের ইউহানে এই ভাইরাসের এপিসেন্টার । যেখানে প্রথম দিকে আক্রান্তের সংখ্যাটা কম থাকলেও জানুয়ারির শেষের দিকে ধীরে ধীরে বাড়তে থাকে । দ্রুত বাড়ে মৃতের সংখ্যাও । এখনও পর্যন্ত ৩ হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে চিনে । আক্রান্ত ৭১ হাজার ৮০৮ জন । চিনে এখন আর নতুন করে আক্রান্তের তেমন খবর নেই । ইট্যালি, স্পেনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত জার্মানিও । মৃত্যু হয়েছে ৭৭৫ জনের ।

ফ্রান্সে প্রায় ৫২ হাজার মানুষ আক্রান্ত এই মারণ ভাইরাসে । মৃত্যু হয়েছে ৩ হাজার ৫২৩ জনের । কোরোনার প্রকোপ থেকে রক্ষা পায়নি ইরানও । ৪৪ হাজার ৬০৫ জন আক্রান্ত । মৃত্যু হয়েছে ২ হাজার ৮৯৮ জনের । ব্রিটেন থেকে সুইৎজ়ারল্যান্ড, বেলজিয়াম থেকে নেদারল্যান্ডস, প্রতিটি দেশেই কোরোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজারেরও বেশি । উল্লেখ্য ব্রিটেনে কোরোনা আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ১৫০ । মৃত্যু হয়েছে এক হাজার ৭৮৯ জনের । বাদ যায়নি পর্তুগাল, কানাডা, দক্ষিণ কোরিয়াও । প্রতিটি দেশে সাত থেকে আট হাজার মানুষ কোরোনায় আক্রান্ত । একই সঙ্গে জাপান, আয়ারল্যান্ড, ডেনমার্কের মতো দেশে প্রায় ৩ হাজারের মতো মানুষ কোরোনায় আক্রান্ত । বিশ্বের নিরিখে গ্রিস, পেরু, মেক্সিকোতে তেমনভাবে থাবা বসাতে পারেনি কোরোনা। তবুও প্রতিটি দেশে প্রায় ১০০০ জন করে কোরোনায় আক্রান্ত । সিঙ্গাপুরে ৯২৬ জন আক্রান্তের মধ্যে মৃত্যু হয়েছে মাত্র তিন জনের । কাতারেও ৭৮১ জন আক্রান্তের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে । এর পাশাপাশি ভারতে মৃত্যু হয়েছে ৩৮ জনের । সুস্থ হয়েছে ১৩৩ জন । মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি । তারপরই রয়েছে কেরালা ও তামিলনাড়ু ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*