জনধন প্রকল্পের মহিলাদের অ্যাকাউন্টে আজ থেকে জমা পড়বে ৫০০ টাকা

Spread the love

ভারতীয় ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন জানিয়েছে, যে সমস্ত মহিলার প্রধানমন্ত্রী জনধন যোজনা প্রকল্পের অর্ন্তভুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তাঁদের শুক্রবার থেকে প্রতি মাসে ৫০০ টাকা দেওয়া হবে ৷ শেষ সপ্তাহে এমনটাই ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ শেষ সপ্তাহে ঘোষণা করা হয়েছিল যে সমস্ত মহিলার প্রধামমন্ত্রী গরিব কল্যাণ যোজনার অর্ন্তভুক্ত, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে ৫০০ টাকা দেওয়া হবে ৷ এটি চলবে আগামী তিন মাস পর্যন্ত ৷ এটি তার প্রথম মাস ৷

তালিকা অনুয়ায়ী যে সমস্ত মহিলার প্রধানমন্ত্রী জনধন যোজনা ব্যাঙ্ক অ্যাকাউন্টের শেষ সংখ্যা ০ অথবা ১ ৷ তাঁদের অ্যাকাউন্টে এপ্রিলের ৩ তারিখের মধ্যেই টাকা পৌঁছে যাবে ৷ অন্যদিকে যাঁদের অ্যাকাউন্ট নম্বরের শেষ সংখ্যা ২ অথবা ৩ তাঁদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাবে এপ্রিলের ৪ তারিখে ৷ যাঁদের অ্যাকাউন্টের শেষ সংখ্যা ৪ অথবা ৫ সেক্ষেত্রে টাকা ঢুকবে ৭ এপ্রিল ৷ যাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের শেষ সংখ্যা ৬ অথবা ৭, আগামী ৮ এপ্রিল তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে ৷ আর যাঁদের অ্যাকাউন্টের শেষ সংখ্যা ৮ অথবা ৯, তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে ৯ এপ্রিল ৷ ৯ এপ্রিলের পর থেকে প্রধানমন্ত্রী জনধন প্রকল্পের অর্ন্তভুক্ত প্রত্যেক মহিলা যখন ইচ্ছে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন ৷ মূলত সামাজিক দূরত্ব বজায় রাখার জন্যই এপ্রিল মাসের এই তিনটি দিন ভাগে ভাগে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে ভারতীয় ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন ৷

ভারতীয় ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন উপভোক্তাদের কাছে প্রত্যেকের সুরক্ষা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার জন্য আবেদন জানিয়েছে ৷ তারা জানিয়েছে, যেহেতু এই টাকা প্রত্যেক উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে, সেক্ষেত্রে টাকা তোলার জন্য উপভোক্তাদের কোনও প্রয়োজন নেই ব্যাঙ্কে ছুটে যাওয়ার ৷ প্রয়োজন মতো যে কোনও দিন ও টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তুলতে পারবেন গ্রাহকেরা ৷ সেই সঙ্গে ভিড় এড়ানোর জন্য উপভোক্তাদের নিকটবর্তী ATM ব্যবহারেরও পরামর্শ দেওয়া হয়েছে ৷ যে কোন ব্যাঙ্কের ATM থেকে তোলা যাবে টাকা ৷ সেক্ষেত্রে কোনও বাড়তি টাকা কাটা হবে না অ্যাকাউন্ট থেকে ৷

এই প্রকল্পের পাশাপাশি ব্যাঙ্কগুলিকে প্রধামন্ত্রী কৃষান যোজনা অ্যাকাউন্টগুলিও দেখাশোনা করতে হবে ৷ এই যোজনার অর্ন্তর্গত কৃষকেরা যাঁরা প্রতিবছর ৬০০০ টাকা পান, তাঁদের প্রথম ধাপে ২০০০ টাকা দেবে ব্যাঙ্কগুলি ৷ সেই সঙ্গে দেশের ৩ কোটি গরিব,বিধবা ও শারীরিকভাবে সক্ষম এমনদের আগামী ৩ মাস ১০০০ টাকা করে দেওয়া হবে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*