করোনা পরিস্থিতির মধ্যে এবার দেশের ৪০ জনপ্রিয় ক্রীড়াবিদদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে এই বৈঠকে উপস্থিতি ছিলেন BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়, ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি, ভারতরত্ন সচিন তেন্ডুলকর, বক্সার মেরি কম, ব্যাডমিন্টন চ্য়াম্পিয়ন পি ভি সিন্ধু-র মতো তারকারা। প্রসঙ্গত, ২১ দিনের লকডাউন ঘোষণার পর এই প্রথম দেশের ক্রীড়াব্যক্তিত্বদের সঙ্গে আলোচনায় বসলেন প্রধানমন্ত্রী।
করোনাভাইরাসের জেরে লকডাউনের মুহূর্তে ‘দেশের মনোবল বাড়াতে এবং ইতিবাচক বার্তা ছড়িয়ে’ দিতে ক্রীড়াবিদদের অনুরোধ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ক্রীড়াব্যক্তিত্বরা ‘দেশের গর্ব’ বলেও জানান তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গেই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু।
এদিন আলাদা আলাদা ভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন সৌরভ, সচিন, সিন্ধুরা।
সচিন-সৌরভ-কোহলি ছাড়াও প্রধানমন্ত্রীর ভিডিয়ো বৈঠকে উপস্থিত ছিলেন রোহিত শর্মা, যুবরাজ সিং, বীরেন্দ্র সেহবাগ, চেতেশ্বর পূজারা, বজরং পুনিয়া, হিমা দাস, বিশ্বনাথন আনন্দ, পিটি ঊষা, পি গোপীচাঁদের মতো ক্রীড়াব্যক্তিত্বরা।
দেখুন ভিডিও!
Be the first to comment