করোনায় আক্রান্ত ১১ জন সিআইএসএফ জওয়ান। মুম্বইয়ের এয়ারপোর্টে কর্তব্যরত ছিলেন তাঁরা। শুক্রবারই প্রকাশ্যে এসেছে এই রিপোর্ট।
তবে এই জওয়ানদের মধ্যে করোনার কোনও উপসর্গ দেখা যায়নি এখনও পর্যন্ত। তাঁদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
এর আগে আক্রান্ত হয়েছেন এক বিএসএফ অফিসার ও আর এক সিআইএসএফ জওয়ান। গত শনিবার তাদের আক্রান্ত হবার রিপোর্ট প্রকাশে এসেছে। সেই প্রথম প্যারামিলিটারি ফোর্সের কেউ আক্রান্ত হলেন।
জানা গিয়েছে, ৫৭ বছর বয়সী ওই বিএসএফ অফিসার মধ্যপ্রদেশের গোয়ালিয়রের অফিসার ট্রেনিং অ্যাকাডেমি তে কর্মরত। তাঁর কোনও আত্মীয় সম্প্রতি ইউকে থেকে ফিরেছেন বলে সূত্রের খবর। সেখান সংক্রমন বলে আশঙ্কা করা হচ্ছে।
তিনি বিএসএফের সেকেন্ড ইন কমান্ড অফিসার। তিনি অসুস্থ হওয়ায় তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর সংস্পর্শে আসা ১২ জন অফিসারকে কয়ারেন্টাইনে রাখা হয়েছে।
Be the first to comment