৩০০০ ছুঁতে চলেছে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা

Spread the love

ভারতের করোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। শুক্রবারই ২৬০০ পার হয়ে গিয়েছিল আক্রান্তের সংখ্যা। শনিবার সেই পরিসংখ্যান প্রায় ৩০০০ ছুঁই ছুঁই।

আক্রান্তের সংখ্যা বেড়েছে, গুজরাত, ওডিশা, তেলেঙ্গানা, তামিলনাড়ু সহ একাধিক রাজ্যে। লাদাখেও নতুন করে দু’জনের শরীরে মিলেছে ভাইরাস।

গত এক সপ্তাহে সংখ্যাটা চোখে পড়ার মতই বেড়েছে। কিন্তু শুক্রবার একধাক্কায় আক্রান্তের সংখ্যা বাড়ল ৪৭৮ জন।

একদিনে এত বেশি আক্রান্ত হওয়ার ঘটনা ভারতে এই প্রথম। সব মিলিয়ে প্রায় ২৬০০ -র কাছাকাছি পৌঁছে গেল আক্রান্তের সংখ্যা।

গুজরাতে এদিন এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সে রাজ্যে মৃতের সংখ্যা ৯। তেলেঙ্গানায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৬২। ৭৫ জন নতুন আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে।

কাশ্মীরে আক্রান্তের সংখ্যা ৭০। আর তাদের সংস্পর্শে আসায় ২০০০ জনকে চিহ্নিত করা হয়েছে। ওডিশায় নতুন তিনজন আক্রান্ত হওয়া, আক্রান্তের সংখ্যা এখন ৯।

এদিকে, শুক্রবার সকালেই দেশবাসীর জন্য নয়া ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী রবিবার ৫ এপ্রিলের জন্য ফের বিশেষ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে দেশ জুড়ে লকডাউনের ঘোষণা করেছিলেন নরেন্দ্র মোদী। তাই শুক্রবারের ভিডিও বার্তার দিকেও তাকিয়ে ছিল দেশবাসী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*