শুক্রবার রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেছিলেন, নবম-দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের ক্লাস নেওয়া হবে দূরদর্শনের মাধ্যমে। তার দিনক্ষণও জানিয়ে দিয়েছিলেন শিক্ষামন্ত্রী। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত বদল করল শিক্ষা দফতর। শনিবার ভিডিও বার্তায় শিক্ষামন্ত্রী জানিয়েছেন, দূরদর্শনের মাধ্যমে ক্লাস নেওয়ার বিষয়টি আপাতত স্থগিত করা হচ্ছে।
কারণ হিসেবে পার্থবাবু বলেন, “শিক্ষকরা যে সময়ে ক্লাস নিতে চাইছেন আর অভিভাবকরা যে সময়টা চাইছেন তারমধ্যে কোনও সামঞ্জস্য থাকছে না। তাই ৭-১৩ এপ্রিল দূরদর্শনের সল্ট নেওয়ার যে পরিকল্পনা ছিল তা আপাতত স্থগিত কড়া হচ্ছে।”
করোনা পরিস্থিতির জন্য ৭ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত বাংলা দূরদর্শনে ক্লাস নাইন থেকে টুয়েলভের ছেলে-মেয়েরা ‘ভার্চুয়াল ক্লাস’ পাবে বলে ঘোষণা করেছিল সরকার। বিকেল চারটে থেকে পাঁচটা পর্যন্ত হবে ওই ক্লাস হওয়ার কথা ছিল। কিন্তু তা স্থগিত করে দেওয়া হল।
গতকাল পার্থবাবু আরও জানিয়েছিলেন, ক্লাস এইট পর্যন্ত ছাত্র-ছাত্রীদের হোম টাস্ক দেওয়া হবে। বাংলার শিক্ষা পোর্টালে বিষয় অনুযায়ী হোম টাস্ক দেওয়া দেওয়ার কথা ঘোষণা করেছিলেন শিক্ষামন্ত্রী। স্কুল খোলার পর শিক্ষকদের তা দেখাতে হবে প্রতিটি ছাত্র-ছাত্রীকে। সেই সিদ্ধান্ত বহাল থাকছে বলে শনিবার জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।
Be the first to comment